পানাপুকুর থেকে উদ্ধার হল যুবকের দেহ

ওই পানাপুকুরের ধারে তিনটে গ্লাস ও একটি খালি মদের বোতল উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুকুরের ধার থেকে মইউদ্দিনের সাইকেলটিও উদ্ধার করা হয়েছে। মৃতের গায়ে আপাতদৃষ্টিতে কোনও আঘাতের চিহ্ন নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ০২:০০
Share:

প্রতীকী ছবি।

নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর থানার আমগাছিয়া এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম মইউদ্দিন খাঁ(২৩)।একটি পানাপুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মইউদ্দিনের বাড়ি স্থানীয় বদ্যি পাড়ায়। ওই ষুবক সোমবার সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ ছিল না। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কোনও ব্যক্তিগত আক্রোশের জেরে মইউদ্দিনকে খুন করা হয়েছে।

Advertisement

ওই পানাপুকুরের ধারে তিনটে গ্লাস ও একটি খালি মদের বোতল উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুকুরের ধার থেকে মইউদ্দিনের সাইকেলটিও উদ্ধার করা হয়েছে। মৃতের গায়ে আপাতদৃষ্টিতে কোনও আঘাতের চিহ্ন নেই।

পানাপুকুরের আশপাশ খতিয়ে দেখে পুলিশের সন্দেহ, মইউদ্দিনের সঙ্গে আরও দু’জন ছিল। যে কারণে তিনটি মদের গ্লাস সেখানে পড়েছিল। তদন্তকারীদের সন্দেহ মদ খাওয়ানোর পর শ্বাসরোধ করে খুন করে মইউদ্দিনকে ওই পুকুরে ফেলে দেওয়া হয়। তিন জন এক সঙ্গেই মদ্যপান করেছিল বলে মনে করছেন তদন্তকারীরা। মইউদ্দিনের সঙ্গে থাকা বাকী দু’ জনই মইউদ্দিনকে খুন করেছে বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান।

Advertisement

পুলিশ মনে করছে, খুনের উদ্দেশ্যই নির্জন ওই পুকুরের ধারে মইউদ্দিনকে নিয়ে যাওয়া হয়েছিল। দুষ্কৃতীরাও মইউদ্দিনের পরিচিত। মইউদ্দিনের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

মইউদ্দিনের আত্মীয়দের অভিযোগ, বেশ কয়েক দিন আগে কয়েক জন বাড়িতে এসে মইউদ্দিনকে খুনের হুমকি দিয়েছিল। পুলিশ মইউদ্দিনের আত্মীয়দের কথার উপরে ভিত্তি করে ওই দু’জনের খোঁজ করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement