State news

বর্ষশুরুর সকালেই এন্টালিতে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ

মঙ্গলবার এন্টালিতে রাস্তার উপরে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ১১:৫৬
Share:

প্রতীকী ছবি।

বর্ষশুরুর সকালেই এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার এন্টালিতে রাস্তার উপরে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, যুবক ওই এলাকার বাসিন্দা নন। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর মাথায়, কানের পাশে এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়েরাই প্রথম ওই যুবকের রক্তাক্ত দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন।

পুলিশ ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা। ওই যুবককে অন্যত্র খুন করে ফেলে যাওয়া হয়েছে নাকি ৩১ ডিসেম্বর রাতে ঘটনাস্থলেই তাঁকে খুন করা হয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: বলিউড অভিনেতা, চিত্রনাট্যকার কাদের খান প্রয়াত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement