নির্মীয়মাণ আবাসনে উদ্ধার দেহ

স্থানীয় সূত্রের খবর, আলমবাজারের বাসিন্দা গোপালবাবু ইলেকট্রিক মিস্ত্রি। বিভিন্ন বাড়িতে ঘুরে তিনি কাজ করতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ০১:৪৯
Share:

নির্মীয়মাণ আবাসনে কাজ করতে এসে রাজমিস্ত্রিরা দেখেন, তিনতলায় রক্তাক্ত অবস্থায় পড়ে এক ব্যক্তি। প্রতীকী ছবি।

নির্মীয়মাণ বহুতল থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে, বরাহনগরের আলমবাজারে। মৃত ব্যক্তির নাম গোপাল সাউ (৪৮)। পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, আলমবাজারের বাসিন্দা গোপালবাবু ইলেকট্রিক মিস্ত্রি। বিভিন্ন বাড়িতে ঘুরে তিনি কাজ করতেন। মঙ্গলবার সকালে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোন। দুপুরে বাড়ি এসে ফের বেরিয়ে যান। রাত হলেও তিনি না ফেরায় বারবার তাঁকে ফোন করেন স্ত্রী। কিন্তু ফোন বেজে গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, আলমবাজারের দেশবন্ধু রোডে একটি নির্মীয়মাণ আবাসনে কাজ করতে এসে এ দিন সকালে রাজমিস্ত্রিরা দেখেন, তিনতলায় রক্তাক্ত অবস্থায় পড়ে এক ব্যক্তি। তাঁর গলায় ধারালো কিছু দিয়ে কোপানের চিহ্ন রয়েছে। মাথার পিছনেও আঘাত রয়েছে। শ্রমিকদের চিৎকারে আসেন স্থানীয়েরা। তাঁরাই বরাহনগর থানায় খবর দেন। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের অনুমান, রাজমিস্ত্রিরা যে যন্ত্রপাতি ব্যবহার করেন, তেমন কিছু দিয়েই এলোপাথাড়ি আঘাত করা হয়েছে ওই ব্যক্তির গলায়। মাথাতেও ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে।

Advertisement

দেহের সামনেই পড়ে ছিল তাঁর মোবাইল, পুলিশ সেটি বাজেয়াপ্ত করেছে। দেখা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে এক ব্যক্তির সঙ্গে ফোনে শেষবার কথা বলেছেন তিনি। এর পরে প্রতিটি ফোন মিসড কল হয়ে গিয়েছিল। তা দেখে তদন্তকারীদের অনুমান, তখনই খুন হয়েছেন তিনি। তদন্তে পুলিশ জেনেছে, ব্যাঙ্ক ও স্থানীয় লোকেদের থেকে টাকা ধার করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু কেন? বলতে পারেননি স্ত্রী-ও। মৃতের ভাই কৃষ্ণপ্রসাদ বলেন, ‘‘মনে হচ্ছে টাকা নিয়ে বচসার জেরে দাদা খুন হয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement