Mysterious Death of Woman

বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু শহরে, তালাবন্ধ ঘর থেকে পচাগলা দেহ উদ্ধার, বাড়িতে ছিলেন তাঁর পুত্রও

প্রয়োজনীয় সামগ্রী কিনতে মাঝেমধ্যেই পাড়ায় বেরোতেন বৃদ্ধা। কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন, গত ৩-৪ দিন ধরে বৃদ্ধাকে বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি। কোনও সাড়াশব্দও পাওয়া যাচ্ছিল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ১৩:২২
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

কলকাতার মুচিপাড়া এলাকায় একটি বাড়ি থেকে এক বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। যে ঘর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে, সেটি তালাবন্ধ ছিল বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতার নাম শিখা মুখোপাধ্যায় (৭০)। পুত্র অভিষেক মুখোপাধ্যায়ের সঙ্গে মুচিপাড়ার ওই বাড়িতে থাকতেন বৃদ্ধা। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, মানসিক ভাবে স্বাভাবিক ছিলেন না বৃদ্ধা। তাঁর পুত্রেরও মানসিক সমস্যা রয়েছে। ফলে প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশাও ছিল না ওঁদের দু’জনের।

প্রয়োজনীয় সামগ্রী কিনতে মাঝেমধ্যেই বাড়ি থেকে পাড়ায় বেরোতেন বৃদ্ধা। কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন, গত ৩-৪ দিন ধরে বৃদ্ধাকে বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি। বাড়ি থেকে কোনও সাড়াশব্দও পাওয়া যাচ্ছিল না। সোমবার রাতের দিকে স্থানীয়রা এলাকায় পচা এবং কট গন্ধ পাচ্ছিলেন। কোথা থেকে আসছে, তা খোঁজ করতেই তাঁরা দেখেন, গন্ধটা আসছে বৃদ্ধার বাড়ি থেকে। তখনই তাঁদের সন্দেহ হয়। পুলিশকেও খবরও দেন স্থানীয়রা।

Advertisement

এর পর সোমবার গভীর রাতে পুলিশ এসে বৃদ্ধার বাড়িতে দরজা ভেঙে ঢোকে। বাড়ির এক তলার কোনায় তালাবন্ধ একটি ঘর দেখতে পায় তারা। গন্ধ আসছিল সেই ঘর থেকেই। তালা ভাঙতেই মেঝেতে একটি দেহ পড়ে থাকতে দেখে পুলিশ। পচন ধরে গিয়েছিল সেই দেহে। প্রতিবেশীদের কাছ থেকেই পুলিশ জানতে পারে, বৃদ্ধার এক পুত্রও রয়েছে। নাম অভিষেক মুখোপাধ্যায়। এর পর তল্লাশি চালিয়ে বাড়ির অন্য একটি ঘর থেকে অভিষেককে উদ্ধার করে পুলিশ। তাঁর কাছে নাম, পরিচয় জানতে চাওয়া হয়। কী ভাবে এই ঘটনা ঘটল তা-ও জানতে চাওয়া হয়। কিন্তু মায়ের পরিচয় ছাড়া অভিষেক আরও কোনও প্রশ্নেরই উত্তর দেননি বলে জানিয়েছে পুলিশ।

কী ভাবে বৃদ্ধার মৃত্যু হল, তা জানার চেষ্টা করছে পুলিশ। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন বৃদ্ধার পুত্র অভিষেক। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement