ফ্ল্যাটে যুবকের পচনধরা দেহ

বেহালায় পর্ণশ্রীর ঢালিপাড়া রামকৃষ্ণ পল্লিতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, পর্ণশ্রীর রামকৃষ্ণ পল্লির একটি ফ্ল্যাটের একতলায় থাকতেন দুই ভাই জয় ও বাবু আচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৩
Share:

বেহালায় পর্ণশ্রীর ঢালিপাড়া রামকৃষ্ণ পল্লিতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পর্ণশ্রীর রামকৃষ্ণ পল্লির একটি ফ্ল্যাটের একতলায় থাকতেন দুই ভাই জয় ও বাবু আচার্য। সোমবার সন্ধে নাগাদ ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোতে দেখে আশপাশের বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখে, ফ্ল্যাটের দরজায় তালা ঝোলানো। রাত ন’টা নাগাদ ভাই বাবুকে পুলিশ খুঁজে এনে ফ্ল্যাটের দরজা ভেঙে দেখে, ফ্ল্যাটের ভিতর পচাগলা দেহ রয়েছে। বাবু পুলিশকে জানিয়েছে, দাদা তিনদিন আগে মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃত জয় আচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। তাঁর স্পাইনাল কর্ডে আঘাত ছিল। তাই তিনি বাড়ির বাইরে বের হতেন না। ভাই বাবু মানসিক রোগী। এঁরা দু’জনেই বেকার ছিলেন। সিইএসসি’র কর্মী বাবা কয়েক বছর আগেই মারা যান। মা তিন মাস আগে মারা যান। পুলিশ জানিয়েছে, মা মারা যাওয়ার পর অন্যের কাছে চেয়েচিন্তে তাঁদের দিন কাটত। তবে দাদা জয়ের মৃত্যুর কারণ নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য. কোনও রহস্য. রয়েছে তা তদন্ত করছে পুলিশ। সোমবার রাতেই ভাই বাবু আচার্যকে পর্ণশ্রী থানায় নিয়ে গিয়ে জি়জ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement