‘ধর্ষক’কে ধরার দাবিতে বিক্ষোভ

বিধাননগর গণধর্ষণ-কাণ্ডে এখনও অধরা অন্যতম এক অভিযুক্ত। দ্রুত তাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে তীব্র আন্দোলন গড়ে তুলবেন মহিলারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ০০:০৭
Share:

বিধাননগর গণধর্ষণ-কাণ্ডে এখনও অধরা অন্যতম এক অভিযুক্ত। দ্রুত তাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে তীব্র আন্দোলন গড়ে তুলবেন মহিলারা। সোমবার বিধাননগর কমিশনারেটের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এমনই হুঁশিয়ারি দিলেন বামপন্থী মহিলা সংগঠনের কর্মী সমর্থকেরা।

Advertisement

গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে এই বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন রমলা চক্রবর্তী, রেখা গোস্বামী-সহ জেলা ও রাজ্যের একাধিক নেত্রী। ছিলেন রাজ্যে প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত প্রতিমা দত্ত, দেবশ্রী ঘোষ, অম্বিকেশ মহাপাত্র প্রমুখ। সভা
শেষে মিছিল করে মহিলারা বিধাননগর কমিশনারেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখান।

তাঁদের অভিযোগ, ভিভিআইপি নগরী হিসেবে পরিচিত বিধাননগর। কিন্তু সেখানেও পার্ক স্ট্রিট, কামদুনির মতো গণধর্ষণের ঘটনা ঘটল এবং পুলিশ তিন জনকে দ্রুত ধরলেও অন্যতম এক অভিযুক্ত এখনও অধরা। কমিশনারেটের এক পুলিশ কর্তা জানান, ২৪ ঘণ্টার মধ্যেই ৩ জন অভিযুক্তকে ধরা হয়েছে। পলাতক এক অভিযুক্তের খোঁজ চলছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন