কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে রাতভর বিক্ষোভে যৌথ মঞ্চ

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ঠিক আগের দিনই একাধিক দাবিদাওয়া নিয়ে উপাচার্যের ঘরের সামনে রাতভর অবস্থান বিক্ষোভে বসল কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের নিয়ে গঠিত যৌথ মঞ্চ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৫ ২০:২৩
Share:

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ঠিক আগের দিনই একাধিক দাবিদাওয়া নিয়ে উপাচার্যের ঘরের সামনে রাতভর অবস্থান বিক্ষোভে বসল কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের নিয়ে গঠিত যৌথ মঞ্চ।

Advertisement

আর্থিক তছরূপের অভিযোগে ফিনান্স অফিসার হরিসাধন ঘোষের সাসপেন্ড করার বিরুদ্ধে পথে নামেন তাঁরা। অভিযোগের সঠিক পথে তদন্ত করার দাবি নিয়ে আন্দোলন শুরু করেন তাঁরা। গত ১ জুলাই আন্দোলনরত শিক্ষকদের নিগ্রহ করার অভিযোগ ওঠে শাসকদলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। এর পরেই বিষয়টিতে হস্তক্ষেপ করেন আচার্য কেশরীনাথ ত্রিপাঠী। তিনি অস্থায়ী উপাচার্য সুগত মারজিতকে ফের তদন্তের নির্দেশ দিলেও তা এগোয়নি বলেই দাবি যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক দিব্যেন্দু পালের।

তদন্তের শ্বেতপত্র প্রকাশ সহ বেশ কয়েকটি দাবিতে মঙ্গলবার সারারাত ব্যাপী অবস্থান বিক্ষোভে বসে যৌথ মঞ্চ।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে হাতিয়ার করতেই কী এই কর্মসূচি?

তাঁদের দাবি আদায়ের ল়ড়াইয়ের সঙ্গে সমাবর্তনের কোনও সংঘাত নেই বলেই জানিয়েছেন দিব্যেন্দুবাবু। যৌথমঞ্চের বক্তব্য, সারারাত ধর্না চললেও সমাবর্তনকে সম্মান জানাতে ৯ ডিসেম্বর সকালেই তাঁরা যোগ দেবেন অনুষ্ঠানে। তাঁদের দাবি, অবস্থান শান্তিপূর্ণভাবেই চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement