পাইলটদের সতর্ক থাকার নির্দেশ

মঙ্গলবার স্পাইসজেটের বিমান পুণে থেকে নামার পরে রানওয়ের সেন্ট্রাল লাইন ছেড়ে ডান দিকে সরে যায় এবং চারটি রানওয়ে লাইট ভেঙে ফেলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ০১:০৬
Share:

প্রতীকী ছবি।

বর্ষায় দেশের বিভিন্ন বিমানবন্দরে নামার ক্ষেত্রে পাইলটদের আরও সতর্ক থাকার জন্য নির্দেশ দিল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। ভারতের বিমান পরিবহণের নিয়ন্ত্রক এই সংস্থা সাম্প্রতিক কালের বেশ কয়েকটি ঘটনায় অসন্তুষ্ট। তার মধ্যে মুম্বই রানওয়ে থেকে স্পাইসজেটের বিমান পিছলে বেরিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে।

Advertisement

একই ধরনের ঘটনা ঘটে কলকাতাতেও। মঙ্গলবার স্পাইসজেটের বিমান পুণে থেকে নামার পরে রানওয়ের সেন্ট্রাল লাইন ছেড়ে ডান দিকে সরে যায় এবং চারটি রানওয়ে লাইট ভেঙে ফেলে। আশঙ্কা ছিল, বড় দুর্ঘটনা ঘটার। পাইলটের যুক্তি ছিল, বৃষ্টিতে তিনি ভাল দেখতে পাননি। ডিজিসিএ-র তরফে বুধবার বলা হয়েছে, এমন পরিস্থিতিতে ভাল করে রানওয়ে দেখতে না পেলে বা ভারী বৃষ্টিতে পিচ্ছিল হয়ে রয়েছে বলে অনুমান করলে তখনই নামা যাবে না। বিমান নিয়ে আবার উড়ে গিয়ে পরে নামতে হবে। যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপস করা যাবে না বলে ডিজিসিএ জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন