ডিজিটাল ক্রাইমের সম্মেলন

সল্টলেকে বসে জার্মানি, কানাডার নাগরিকদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকেরা। সেই সাইবার জালিয়াতি ফাঁস হতেই শোরগোল পড়ে গিয়েছিল শহরে। এ রাজ্যের সেই অপরাধের নজির এ বার উঠে আসছে আন্তর্জাতিক এক সম্মেলনে!

Advertisement

কুন্তক চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ০১:৩৫
Share:

সল্টলেকে বসে জার্মানি, কানাডার নাগরিকদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকেরা। সেই সাইবার জালিয়াতি ফাঁস হতেই শোরগোল পড়ে গিয়েছিল শহরে। এ রাজ্যের সেই অপরাধের নজির এ বার উঠে আসছে আন্তর্জাতিক এক সম্মেলনে!

Advertisement

আজ, রবিবার আমেরিকার হনলুলুতে শুরু হচ্ছে ‘ডিজিট্যাল ক্রাইম কনসর্টিয়াম’। সাইবার অপরাধ দমনে যা প্রথম সারির আলোচনাসভা বলেই পরিচিত। সেই সম্মেলনে এ দেশের প্রতিনিধি বঙ্গসন্তান সাইবার অপরাধ বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায় জানান, অনলাইনে প্রযুক্তিগত সাহায্যের নাম করে গোটা বিশ্বে প্রতারণা বাড়ছে।এই সম্মেলনে অন্যতম প্রধান বিষয় হবে সেটাই।

বস্তুত, সল্টলেকের ওই প্রতারণার মামলার সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িত বিভাসবাবু। তিনি এ রাজ্যের সাইবার মামলার বিশেষ সরকারি কৌঁসুলিও। তিনি জানান, এই ধরনের অপরাধ বারবার উন্নত দেশগুলির নাগরিকদের ক্ষতি করছে। ফলে এই অপরাধ আটকাতে আমেরিকা-সহ একাধিক দেশের গোয়েন্দারা উদ্বিগ্ন। ফলে সেই আলোচনার উপরেও জোর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ভারতের মতো উন্নয়নশীল দেশে সাইবার অপরাধ দমন এবং মামলার বাস্তব চিত্রও আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরা হবে বলে জানান তিনি।

Advertisement

গোয়েন্দারা জানাচ্ছেন, সাইবার জগতে অপরাধের হার বাড়ছে। একই কথা উঠে এসেছে জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষাতেও। সাইবার মাধ্যম ব্যবহার করে জঙ্গি কার্যকলাপও নিয়ত বেড়ে চলেছে। ওই সম্মেলনে সে সব রোখা নিয়েও আলোচনায় বসবেন ৪০টি দেশের গোয়েন্দা ও সাইবার বিশেষজ্ঞ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement