পুরসভায় কালীঘাট স্কাইওয়াকের নকশা

কালীঘাটের স্কাইওয়াক তৈরির নকশা এবং দরপত্র করার যাবতীয় কাগজ জমা পড়ল কলকাতা পুরসভায়। শুক্রবার, ২২ ফেব্রুয়ারি রাইটস-এর ইঞ্জিনিয়ারেরা এই রিপোর্ট জমা দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১২
Share:

কালীঘাটের কালীমন্দির।—ফাইল চিত্র।

কালীঘাটের স্কাইওয়াক তৈরির নকশা এবং দরপত্র করার যাবতীয় কাগজ জমা পড়ল কলকাতা পুরসভায়। শুক্রবার, ২২ ফেব্রুয়ারি রাইটস-এর ইঞ্জিনিয়ারেরা এই রিপোর্ট জমা দিয়েছেন। রাইটস ও পুরসভা সূত্রের খবর, চূড়ান্ত নকশা অনুযায়ী ৪১০ মিটার লম্বা ও সাড়ে ১০ মিটার চওড়া হবে ওই স্কাইওয়াক। দক্ষিণেশ্বর স্কাইওয়াকের থেকে যা লম্বায় ৮০ মিটার বেশি। এটি করতে খরচ হবে প্রায় ৯০০ কোটি টাকা।

Advertisement

পুরসভা সূত্রের খবর, দক্ষিণেশ্বর স্কাইওয়াক হওয়ার পরে বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাফল্য হিসেবে এর প্রচারও করেছেন। কালীঘাটের স্কাইওয়াক নিয়েও সমান উৎসাহিত মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার। রাইটস-এর হাইওয়ে ডিভিশন এবং পুর কর্তারা জানান, দরপত্রের জন্য যাবতীয় কাগজ তৈরি করে পুরসভায় জমা দেওয়া হয়েছে। যাতে দ্রুত দরপত্র ডেকে কাজ শুরু করা যায়। তার আগে ওই এলাকায় রাস্তার নীচে থাকা জল, বিদ্যুৎ এবং নিকাশির লাইন সরিয়ে নিতে হবে।

পুরসভা সূত্রের খবর, কালীঘাটের স্কাইওয়াক তৈরিতে সময় ধরা হয়েছে দেড় বছর। দক্ষিণেশ্বরের ক্ষেত্রে জমি এবং দোকান সরানোর সমস্যা ছিল। তাই ওখানে কাজ করতে দেরি হয়েছে। এখানে জমি বা ওই সংক্রান্ত কোনও সমস্যা নেই।

Advertisement

কলকাতা পুরসভার এক আধিকারিক জানান, স্কাইওয়াক তৈরির কাজ শেষ হলে বদলে যাবে ওই এলাকার চেহারা। আলোকিত হবে কালীমন্দিরের আশপাশ। মন্দিরের চারপাশ সুন্দর করে সাজানোর কাজও শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন