Dog

ফের বিতর্কে এনআরএস, শিশুকে জলাতঙ্কের প্রতিষেধক দিতে গড়িমসির অভিযোগ

সেই এনআরএস হাসপাতালেই কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হল পাঁচ বছরের একটি শিশু। তার নাম রানি মল্লিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ২১:০১
Share:

এনআরএস চত্বরে কুকুরের কামড় খেল পাঁচ বছরের রানি। নিজস্ব চিত্র।

কুকুর ছানা খুনের ঘটনায় এখনও তপ্ত নীলরতন সরকার হাসপাতাল।তার মধ্যেই ফের বিতর্ক। এবার হাসপাতাল চত্বরের মধ্যেই এক শিশুকে কুকুর কামড়ানোর পর তাকে জলাতঙ্কের প্রতিষেধক দিতে গড়িমসির অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

Advertisement

এক দিকে যখন নার্সদের কাঠগড়ায় তুলে সমালোচনায় সরব পশুপ্রেমীরা, অন্য দিকে তখন নার্সরা হাসপাতাল চত্বর কুকুরমুক্ত করার দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন। তারই মধ্যে বুধবার সেই এনআরএস হাসপাতালেই কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হল পাঁচ বছরের একটি শিশু। তার নাম রানি মল্লিক। এ দিন দুপুরে ঠাকুমার সঙ্গে হাসপাতাল চত্বর দিয়ে যাচ্ছিল রানি। আচমকাই তাকে একটি কুকুর তাড়া করে। কোমরের কাছে দাঁত বসিয়ে দেয় কুকুরটি।

এর পর তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।সেখানে জলাতঙ্কের প্রতিষেধক না দিয়ে তাকে ‘অ্যান্টি টিটেনাস’ ইনজেকশনদিয়ে ছেড়ে দেওয়া হয়। এনআরএস হাসপাতালেই কাজ করেন ওই শিশুটির ঠাকুমা। শিশুটির মা হেনা মল্লিকের অভিযোগ, ‘‘প্রথমে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়নি। আমরা বিষয়টি নিয়ে সরব হওয়ার পর রানিকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়।’’

Advertisement

তবে, এই অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, নিয়ম মেনেই চিকিৎসা হয়েছে ওই শিশুটির।

আরও পড়ুন: অনলাইনে মোবাইলের অর্ডার, বাক্স খুলতেই মিলল কাপড় কাচার সাবান!

আরও পড়ুন: পশুপ্রেমীদের অবস্থানে পুলিশের লাঠি! অভিনেত্রী দেবলীনা-সহ অনেকে আহত

(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরকলকাতাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন