চায়ের মধ্যে চরস, ধৃত পাচারকারী

৭৫ লক্ষ টাকার চরস হংকংয়ে পাচারের সময়ে তা ধরে ফেলল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই ঘটনায় কুরবান আনসারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০০:০০
Share:

৭৫ লক্ষ টাকার চরস হংকংয়ে পাচারের সময়ে তা ধরে ফেলল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই ঘটনায় কুরবান আনসারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

এনসিবি-র পূর্বাঞ্চলের অধিকর্তা দিলীপ শ্রীবাস্তব জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় শিয়ালদহের একটি কুরিয়র সংস্থায় হানা দেন অফিসারেরা। সেখানে চায়ের মধ্যে ৪ কিলো ১০০ গ্রাম চরস পাঠানো হচ্ছিল হংকংয়ে। তখনই জানা যায়, আদতে মুম্বইয়ের, এখন খিদিরপুরের বাসিন্দা কুরবান ওই চা পাঠাচ্ছিলেন। তাঁকে ডেকে পাঠিয়ে গ্রেফতার করা হয়।

এনসিবি সূত্রের খবর, নামী সংস্থার তৈরি মোট ৪২ কিলোগ্রাম চায়ের ভিতরে ওই চরস পাচার করছিলেন কুরবান। তা ছাড়াও ১২ কিলোগ্রাম হরলিক্স, ২ কিলোগ্রাম কাজুবাদাম ও ৩ কিলোগ্রাম রজক ছিল।

Advertisement

পরে তাঁর বাড়িতে হানা দিয়ে ৩৩ হাজার ৭৬০ টাকা নগদ, বিভিন্ন নামের পরিচয়পত্র, বিদেশে, বিমানে ও জাহাজে রফতানি করা বেশ কিছু নথি পাওয়া যায়। দিলীপবাবু জানিয়েছেন, মূলত খাদ্যসামগ্রীর মধ্যে করে হংকংয়ে মাদক পাঠানোই ছিল কুরবানের কাজ। সম্প্রতি তিনি কুরিয়র সার্ভিসের মাধ্যমে বেশ কিছু শোনপাপড়ি বিমানে হংকংয়ে পাঠিয়েছেন, এমন নথিও তাঁর বাড়ি থেকে পাওয়া গিয়েছে।

দিলীপবাবু জানিয়েছেন, এই বছরেরই এপ্রিল মাসে জাহাজে করে ২৭১ কিলোগ্রাম শোনপাপড়ি হংকংয়ে পাঠান কুরবান। তার মধ্যেও বেশ কিছুটা চরস ছিল। সেই চরস হংকংয়ে ধরে ফেলে সেখানকার পুলিশ। সেই খবর পরে আসে এনসিবি-র কাছে। তখন থেকেই এনসিবি তাঁকে খুঁজছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন