বিধ্বংসী আগুনে ভস্মীভূত শ্যামবাজারের একটি গ্যারাজ

রোজকারের মতোই কাজ চলছিল শ্যামবাজারের গাড়ির গ্যারাজটিতে। আচমকাই আগুন লেগে যায় একটি গাড়ির ইঞ্জিনে। একের পর এক অন্য গাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন। ভস্মীভূত হতে যায় গাড়ির গ্যারাজটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১৬
Share:

জ্বলছে শ্যামবাজারের গ্যারাজ।

রোজকারের মতোই কাজ চলছিল শ্যামবাজারের গাড়ির গ্যারাজটিতে। আচমকাই আগুন লেগে যায় একটি গাড়ির ইঞ্জিনে। একের পর এক অন্য গাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন। ভস্মীভূত হতে যায় গাড়ির গ্যারাজটি। বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ শ্যামবাজারের যদুমিত্র লেনের ঘটনা। ঘন জনবসতিপূর্ণ ওই এলাকায় আগুনে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। দমকলের ৫টি ইঞ্জিন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিযাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন গ্যারাজের মালিক-সহ দু’জন।

Advertisement

প্রাথমিক ভাবে দমকল জানিয়েছে, গ্যারাজটিতে গাড়ি মেরামতি এবং রঙ করা হয়। এ দিনও সেখানে কাজ চলছিল। তখনই কোনও ভাবে একটি গাড়িতে আগুন লেগে যায়। অন্য গাড়ি গুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। গ্যারাজে থাকা একটি সিলিন্ডার ফেটে যায়।

দমকলের সঙ্গে সঙ্গে স্থানীয়েরাও আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেছেন। তবে বিষাক্ত ধোঁয়ায় গ্যারাজের মালিক রাম বিশ্বাস এবং নুর আলম নামে এক ব্যক্তি অসুস্ত হয়ে পড়েন। তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্যস্ত সময়ে ঘটনায় সাময়িক ভাবে যান চলাচল ব্যাহত রাখা হয়। তার জেরে যানজটের সৃষ্টি হয়েছিল।

Advertisement

এ দিনই সকাল ১০টা নাগাদ কালীঘাট রোডের একটি মোবাইলের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়েরা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement