American Center

শাটডাউনের জেরে কলকাতায় বন্ধ আমেরিকান সেন্টার

আমেরিকান সেন্টার বন্ধ করার ফলে বন্ধ আমেরিকান লাইব্রেরি। বন্ধ এডুকেশন ইউএসএ-ও। এছাড়া আমেরিকান সেন্টারে যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বন্ধ থাকছে সেই সবও। যদিও কনসুলার অফিসের কাজকর্মে কোনও প্রভাব পড়বে না বলে মার্কিন কনসুলেট অফিস থেকে জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৬
Share:

আমেরিকান সেন্টার। ফাইল চিত্র।

মার্কিন মুলুকের প্রশাসনিক জটের প্রভাব পড়ল কলকাতায়। সরকার এবং বিরোধীপক্ষের ঝামেলার জেরে মার্কিন কংগ্রেসে এখনও বাজেট পাশ করাতে পারেনি ট্রাম্প প্রশাসন। ফলে তুমুল অর্থসঙ্কটে পড়েছে মার্কিন সরকার। তার জেরে বন্ধ অধিকাংশ মার্কিন অফিস। সেই ঘটনার জেরেই গত শনিবার থেকে বন্ধ কলকাতার আমেরিকান সেন্টারও। তবে ভিসা সংক্রান্ত কাজকর্ম চলছে।

Advertisement

শাসক রিপাবলিকান এবং বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধিতার জেরে এখন চরম সঙ্কটে মার্কিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মেক্সিকো সীমান্তে ৫০০ কোটি ডলার দিয়ে বানাতে হবে অত্যাধুনিক প্রাচীর। এই অর্থ খরচে আবার নারাজ বিরোধীরা। সেই ঝামেলার জেরে এখনও সরকারি বাজেট পাশ করাতে পারেনি ট্রাম্প প্রশাসন। তাই চরম অর্থসঙ্কটের মুখে আমেরিকা। যার জেরে ক্রিসমাসের আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছে অধিকাংশ মার্কিন সরকারি দফতর। চরম বিপদের মুখে আট লক্ষ মার্কিন কর্মচারী। হয় মাইনে মিলবে না, নয়তো ঝুলছে চাকরি হারানোর খাঁড়া। মাইনে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে মার্কিন বিদেশ, বাণিজ্য, হোমল্যান্ড সিকিওরিটি (অভ্যন্তরীণ নিরাপত্তা), বিচারবিভাগ ও কৃষি দফতরগুলির বহু কর্মীকে। ছুটিতে যেতে বলা হয়েছে নাসার মতো গুরুত্বপূর্ণ অফিসের কর্মীদেরও। আক্ষরিক অর্থেই ঝাঁপ বন্ধ মার্কিন প্রশাসনের। সেই প্রভাব এসে পড়ল কলকাতায়।

আমেরিকান সেন্টার বন্ধ করার ফলে বন্ধ আমেরিকান লাইব্রেরি। বন্ধ এডুকেশন ইউএসএ-ও। এছাড়া আমেরিকান সেন্টারে যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বন্ধ থাকছে সেই সবও। যদিও কনসুলার অফিসের কাজকর্মে কোনও প্রভাব পড়বে না বলে মার্কিন কনসুলেট অফিস থেকে জানানো হয়েছে। ভিসা ইন্টারভিউ-সহ অন্যান্য কাজকর্ম চলবে স্বাভাবিক সূচি মেনেই।

Advertisement

আরও পড়ুন: বড়দিনে শহরে প্লাস্টিকের ‘উৎসব’

শুধু কলকাতা নয়, নয়াদিল্লির মার্কিন দূতাবাস-সহ মুম্বই, কলকাতা, চেন্নাই এবং হায়দরাবাদের কনসাল অফিসেও এই বার্তা পাঠানো হয়েছে মার্কিন প্রশাসনের তরফে। একই নির্দেশ গিয়েছে সারা দুনিয়ার বিভিন্ন মার্কিন সরকারি অফিসেও। শুধু তাই নয়, বিভিন্ন অফিসের টুইটার অ্যাকাউন্টগুলিও নিয়মিত আপডেট করা না হতে পারে জানিয়ে দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনের তরফে।

আরও পড়ুন: ‘আমি নিঃসঙ্গ, একা বসে আছি হোয়াইট হাউসে’, ক্রিসমাসে টুইট হতাশ ট্রাম্পের

(শহরের প্রতি মুহূর্তের হেডলাইন, কলকাতার যে কোনও ব্রেকিং নিউজ পেতে ক্লিক করুন আমাদের কলকাতা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন