Durga Puja 2022

ভিড় থিকথিক সপ্তমী সন্ধ্যা, ‘স্তব্ধ’ গড়িয়াহাট থেকে নিউ আলিপুর, দক্ষিণের ট্র্যাফিকের হাল কেমন?

দর্শনার্থী ভিড়ে থমকে দক্ষিণ কলকাতার একের পর এক রাস্তা। দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে কোন রাস্তা ধরবেন, কোন পথ এড়াবেন— সুলুকসন্ধান দিচ্ছে আনন্দবাজার অনলাইন।

Advertisement

সৈকত দাস

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২২ ১৭:৫৯
Share:

গড়িয়াহাট থেকে গোলপার্ক— সপ্তমীর সন্ধ্যায় প্রবল যানজট। —ফাইল চিত্র।

দু’দফার বৃষ্টিতে বানচাল হয়েছে ষষ্ঠীর রাতের পুজো পরিক্রমা। তাই সপ্তমী রাতের আনন্দ লুটেপুটে নিতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বাদ যাচ্ছে না দক্ষিণ কলকাতাও। সন্ধ্যা হতেই থমকে গড়িয়াহাট। বার বার স্তব্ধ হচ্ছে যান চলাচল। গাড়ি চলছে খুব ধীর গতিতে। রাসবিহারী রোড থেকে যোধপুর, শরৎ বোস রোড থেকে হাজরা— থিকথিকে ভিড়ে বার বার থমকাচ্ছে বাস-ট্যাক্সি, অটো, মোটর সাইকেল। গলদঘর্ম বাসে বসা আরোহীরা। অনেকে হেঁটে সারছেন পুজো পরিক্রমা। এখন দক্ষিণের পুজো পরিদর্শনে বেরোলে আনন্দবাজার অনলাইনে দেখে নিন ট্র্যাফিকের খবরাখবর।

Advertisement

দেখে নিন ট্র্যাফিকের হাল। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ষষ্ঠীর পর সপ্তমীতেও ভাল ভিড় টানছে একডালিয়া এভারগ্রিনের পুজো। দক্ষিণের একাধিক পুজো দেখার জন্য অন্যতম মূল রাস্তা গড়িয়াহাটে এখন প্রবল যানজট। কয়েক মিটার এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ছে গাড়ি। রাস্তার দু’দিকের ফুটপাথে দর্শনার্থীর চাপ যেমন আছে, তেমনই চলছে বিকিকিনিও। রাসবিহারী রোডও ভিড় আক্রান্ত। দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখতে দীর্ঘ লাইন পড়েছে লেক মল থেকে প্রিয়া সিনেমা পর্যন্ত। সব দিক থেকে থইথই করছে মানুষ। কালীঘাট মেট্রোয় নামছেন প্রচুর মানুষ। দক্ষিণের একাধিক পুজো দেখতে ছড়িয়ে পড়ছেন তাঁরা।

সপ্তমীর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রাস্তায় ভিড় নেই এমন রাস্তা পাওয়াই দুষ্কর হয়ে পড়়েছে। যোধপুর পার্ক, গোলপার্কে প্রবল যানজট। নিউ আলিপুর, সাদার্ন অ্যাভিনিউয়েরও একই হাল। ম্যাডক্স স্কোয়্যারের পুজো প্রাঙ্গণে জমাটি আড্ডা বসে। বেলা যত গড়াচ্ছে, ভিড় বাড়ছে সেখানে। এই কারণে শরৎ বোস রোডে ব্যাপক যানজট। দক্ষিণের পুজো দেখতে বেরিয়ে ঘেমেনেয়ে একশা দর্শনার্থীরা। চেতলা অগ্রণী, নাকতলা উদয়ন সিংহ, যোধপুর পার্ক, মুদিয়ালি ছাড়াও দক্ষিণের ছোট-বড় সব পুজো মণ্ডপ ভরে উঠছে আট থেকে আশি বছর বয়সিদের ভিড়ে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন