Durga Puja 2025

উপচে পড়া ভিড় কলকাতার সর্বত্র, বিক্ষিপ্ত বৃষ্টিকে উপেক্ষা করে অষ্টমী- নিশিতে উৎসবে ভাসল গোটা শহর

অষ্টমীর দুপুরে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে শহরে। তা সত্ত্বেও মানুষের উৎসাহে এতটুকু ভাটা পড়েনি। সপ্তমীর মতো অষ্টমীর বিকেল থেকে ফের মানুষের ঢল নেমেছে প্যান্ডেলে প্যান্ডেলে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৬
Share:

অষ্টমীর সন্ধ্যায় প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়ের ছবি। — নিজস্ব চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০৫:০৮ key status

কাশীবোস লেন

কাশীবোস লেনে ভোর ৪টা ৪৫ নাগাদ মানুষের জনস্রোত। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০১:৫৩ key status

দমদম তরুণ দল

দমদম তরুণ দলের ঠাকুর দেখতে বৃষ্টিতে মাথায় ছাতা দিয়ে অপেক্ষা। —নিজস্ব চিত্র।

Advertisement
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০১:১৯ key status

আহেরিটোলা যুবকবৃন্দ

বৃষ্টিপাতের পরে আহেরিটোলা যুবকবৃন্দ। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০১:০৩ key status

বৃষ্টিপাত

খিদিরপুরে ঝিরিঝিরি বৃষ্টি দেখা গিয়েছে। —নিজস্ব চিত্র।

বেলগছিয়াতেও দেখা গিয়েছে বৃষ্টি। ডানলপে বৃষ্টিপাত হয়েছিল প্রায় ২০ মিনিট। রাত ১টা নাগাদ যাদবপুর ও সংলগ্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০০:৪৮ key status

দমদম পার্ক তরুণ সংঘ

দমদম পার্ক তরুণ সংঘের প্রতিমা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০০:৪৬ key status

গড়িয়া রথতলা সরকার বাড়ি

গড়িয়া রথতলা সরকার বাড়ির পুজোর মুহূর্ত। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০০:৪৪ key status

খিদিরপুর নবরাগ

খিদিরপুর নবরাগে পুজোর মুহূর্ত। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০০:৪২ key status

শিবমন্দির

শিবমন্দিরের প্রতিমা ও পুজোর মুহূর্ত। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০০:৩৯ key status

বৃষ্টিতেও জনস্রোত

কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। তবুও জনস্রোতে ঘটতি নেই। বৃষ্টি উপেক্ষা করেই চলছে প্রতিমা দর্শন। 

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০০:৩৭ key status

টালা প্রত্যয়ে জনস্রোত

টালা প্রত্যয়ে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে জনস্রোত। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০০:৩৪ key status

অনুব্রত মণ্ডলের বাড়ির পুজো

বাড়ির পুজোতে কেষ্ট ও তাঁর কন্যা সুকন্যা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০০:৩২ key status

বেহালা বুড়ো শিবাতলা জনকল্যাণ সমিতি

বেহালা বুড়ো শিবাতলা জনকল্যাণ সমিতির প্রতিমা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০০:৩১ key status

ন’ পাড়া দাদাভাই সংঘ

ন’ পাড়া দাদাভাই সংঘের প্রতিমা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০০:২৮ key status

অর্জুনপুর আমরা সবাই

অর্জুনপুর আমরা সবাই-এর প্রতিমা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০০:২৬ key status

এন্টালি কাঁঠাল বাগান সর্বজনীন

এন্টালি কাঁঠাল বাগান সর্বজনীনের পুজো। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০০:২৪ key status

আলিপুর সর্বজনীন

আলিপুর সর্বজনীনের প্রতিমা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০০:০১ key status

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ল জনস্রোতও

মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ মানুষের ঢল নামল আরবি এভিন্যু ও শরৎ বসু রোডে। দেখা যায় যানজট। 

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৮ key status

টালা বারোয়ারি

টালা বারোয়ারির প্রতিমা। —নিজস্ব চিত্র।

আগামী বছরের পুজোর দায়িত্ব প্রাপ্ত শিল্পীর নাম প্রকাশ।

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪১ key status

শ‍্যামা পল্লি শ‍্যামা সংঘ

শ্যামা পল্লি শ্যামা সংঘের প্রতিমা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৯ key status

কেন্দুয়া শান্তি সংঘে নেত্রী ও অভিনেত্রী

কেন্দুয়া শান্তি সংঘের মণ্ডপে সাংসদ ও অভিনেত্রী জুন মালিয়া। —নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement