রাত বাড়তেই ভিড় বাড়ছে প্যান্ডেলে প্যান্ডেলে। — নিজস্ব চিত্র।
সল্টলেকের আইবি ব্লকের এ বারের থিম ‘বুর্জ খলিফা’। এই পুজো সাম্প্রতিক অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আইবি পার্কের দু’কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হাজার হাজার গাড়ি আর বাইক এসে পার্ক করছে। প্রবল যানজট। পুলিশ আগে থেকে এই ভিড় আন্দাজ করেনি। ফলে হিমশিম খেতে হচ্ছে। ওই পুজোর আশপাশের সমস্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে হচ্ছে। সল্টলেকে এ দৃশ্য নজিরবিহীন। স্থানীয় কাউন্সিলর রঞ্জন পোদ্দার এই পুজোর মূল উদ্যোক্তা বলে পরিচিত। ভিড় নিয়ন্ত্রণে আরও পুলিশ মোতায়েন করার বিষয়ে কাউন্সিলর রঞ্জন বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে কথা বলেছেন। রঞ্জনের দাবি, ‘‘আমরাই একমাত্র পুজো আয়োজক, যারা গাড়ি পার্ক করার ব্যবস্থা করেছি। যাতে অবাধে প্যান্ডেলে প্রবেশ করা যায়, তার জন্য প্রবেশপথ ২০ ফুট চওড়া করেছি।’’ —নিজস্ব চিত্র।
সল্টলেকের আইবি ব্লকের প্রতিমা। —নিজস্ব চিত্র।
ইউরোপের মাল্টায় আয়োজিত বাঙালিদের দুর্গাপুজো। —নিজস্ব চিত্র।
নাকতলা উদয়ন সংঘের প্রতিমা ও মণ্ডপের অন্দর সজ্জা। —নিজস্ব চিত্র।
উত্তরের তুলনায় এ বার ভিড় বাড়ছে দক্ষিণে। বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লী ও বালিগঞ্জ কালচারালের পুজোয় বাড়ছে ভিড় ।
বালিগঞ্জ কালচারালের মণ্ডপে ভিড়। —নিজস্ব চিত্র।
বালিগঞ্জ কালচারালের মণ্ডপ সজ্জা। —নিজস্ব চিত্র।
রাত সাড়ে এগারোটা নাগাদ মানুষের ঢল নামল একাধিক রাস্তায়। আর বি এভিন্যু থেকে দেশপ্রিয় পার্ক, শরৎ বোস রোড থেকে মনোহরপুকুর, আর বি এভিন্যু থেকে চেতলা অগ্রণীতে জনস্রোত।
এন্টালি ১৪ পল্লী উদয়ন সংঘের পুজোর এ বার ৮৯ তম বর্ষ। ভাবনা ও পরিকল্পনায় গৌরাঙ্গ কুইলা।
এন্টালি ১৪ পল্লী উদয়ন সংঘের পুজো। — নিজস্ব চিত্র।
দক্ষিণ কলকাতার সমাজ সেবী সংঘের প্রতিমা। — নিজস্ব চিত্র।
বেহালা তরুণ মাতৃ সেবক সমিতির পুজো। ছবি: অমিত রায়।
ভিড়ের চাপে বন্ধ হল গার্ডেনরিচ উড়ালপুল। অত্যধিক যানজটের কারণে ওই পথে যানবাহন চলাচল থমকে গিয়েছে।
খিদিরপুরের ভেনাস ক্লাবের পুজো হয় কৃত্তিবাসী রামায়ণের অকালবোধনের রীতি মেনে। এ বার এই পুজোর ৮১তম বর্ষ।
খিদিরপুরের ভেনাস ক্লাবের অকালবোধনের পুজো। — নিজস্ব চিত্র।
ভবানীপুর ৭৫ পল্লির পুজোর এ বার ৬১তম বর্ষ। থিম ‘বিনোদিনী’।
ভবানীপুর ৭৫ পল্লির পুজো। — নিজস্ব চিত্র।
প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের পুজো। চিত্রকর রবি বর্মাকে শ্রদ্ধা জানিয়ে গড়া হয়েছে মণ্ডপ। ভাবনায় শিল্পী দীপ দাস ও ঈশিকা চন্দ্র।
প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের পুজো। — নিজস্ব চিত্র।