Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
রাত বাড়তেই ভিড় বাড়ছে প্যান্ডেলে প্যান্ডেলে।

রাত বাড়তেই ভিড় বাড়ছে প্যান্ডেলে প্যান্ডেলে। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪০
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৬ key status

সল্টলেকের আইবি ব্লকে ‘বুর্জ খলিফা’ দেখতে জনস্রোত

সল্টলেকের আইবি ব্লকের এ বারের থিম ‘বুর্জ খলিফা’। এই পুজো সাম্প্রতিক অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আইবি পার্কের দু’কিলোমিটার ব‍্যাসার্ধের মধ্যে হাজার হাজার গাড়ি আর বাইক এসে পার্ক করছে। প্রবল যানজট। পুলিশ আগে থেকে এই ভিড় আন্দাজ করেনি। ফলে হিমশিম খেতে হচ্ছে। ওই পুজোর আশপাশের সমস্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে হচ্ছে। সল্টলেকে এ দৃশ্য নজিরবিহীন। স্থানীয় কাউন্সিলর রঞ্জন পোদ্দার এই পুজোর মূল উদ্যোক্তা বলে পরিচিত। ভিড় নিয়ন্ত্রণে আরও পুলিশ মোতায়েন করার বিষয়ে কাউন্সিলর রঞ্জন বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে কথা বলেছেন। রঞ্জনের দাবি, ‘‘আমরাই একমাত্র পুজো আয়োজক, যারা গাড়ি পার্ক করার ব্যবস্থা করেছি। যাতে অবাধে প্যান্ডেলে প্রবেশ করা যায়, তার জন্য প্রবেশপথ ২০ ফুট চওড়া করেছি।’’

সল্টলেকের আইবি ব্লকের এ বারের থিম ‘বুর্জ খলিফা’। এই পুজো সাম্প্রতিক অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আইবি পার্কের দু’কিলোমিটার ব‍্যাসার্ধের মধ্যে হাজার হাজার গাড়ি আর বাইক এসে পার্ক করছে। প্রবল যানজট। পুলিশ আগে থেকে এই ভিড় আন্দাজ করেনি। ফলে হিমশিম খেতে হচ্ছে। ওই পুজোর আশপাশের সমস্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে হচ্ছে। সল্টলেকে এ দৃশ্য নজিরবিহীন। স্থানীয় কাউন্সিলর রঞ্জন পোদ্দার এই পুজোর মূল উদ্যোক্তা বলে পরিচিত। ভিড় নিয়ন্ত্রণে আরও পুলিশ মোতায়েন করার বিষয়ে কাউন্সিলর রঞ্জন বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে কথা বলেছেন। রঞ্জনের দাবি, ‘‘আমরাই একমাত্র পুজো আয়োজক, যারা গাড়ি পার্ক করার ব্যবস্থা করেছি। যাতে অবাধে প্যান্ডেলে প্রবেশ করা যায়, তার জন্য প্রবেশপথ ২০ ফুট চওড়া করেছি।’’ —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০৯ key status

সল্টলেকের আইবি ব্লক

সল্টলেকের আইবি ব্লকের প্রতিমা।

সল্টলেকের আইবি ব্লকের প্রতিমা। —নিজস্ব চিত্র।

Advertisement
timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:১০ key status

ইউরোপে দুর্গাপুজো

ইউরোপের মাল্টায় আয়োজিত বাঙালিদের দুর্গাপুজো।

ইউরোপের মাল্টায় আয়োজিত বাঙালিদের দুর্গাপুজো। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫০ key status

ম্যাডক্স স্কোয়ার

ম্যাডক্স স্কোয়ারের প্রতিমা।

ম্যাডক্স স্কোয়ারের প্রতিমা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৪ key status

নাকতলা উদয়ন সংঘ

নাকতলা উদয়ন সংঘের প্রতিমা ও মণ্ডপের অন্দর সজ্জা।

নাকতলা উদয়ন সংঘের প্রতিমা ও মণ্ডপের অন্দর সজ্জা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০ key status

লেক পল্লি

লেক পল্লির প্রতিমা ও মণ্ডপ।

লেক পল্লির প্রতিমা ও মণ্ডপ। —নিজস্ব চিত্র।

Advertisement
timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৬ key status

দক্ষিণে বাড়ছে ভিড়

উত্তরের তুলনায় এ বার ভিড় বাড়ছে দক্ষিণে। বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লী ও বালিগঞ্জ কালচারালের পুজোয় বাড়ছে ভিড় ।

বালিগঞ্জ কালচারালের মণ্ডপে ভিড়।

বালিগঞ্জ কালচারালের মণ্ডপে ভিড়। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২ key status

বালিগঞ্জ কালচারাল

বালিগঞ্জ কালচারালের মণ্ডপ সজ্জা।

বালিগঞ্জ কালচারালের মণ্ডপ সজ্জা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:২২ key status

কোথায় কোথায় জনস্রোত?

রাত সাড়ে এগারোটা নাগাদ মানুষের ঢল নামল একাধিক রাস্তায়।  আর বি এভিন্যু থেকে দেশপ্রিয় পার্ক, শরৎ বোস রোড থেকে মনোহরপুকুর, আর বি এভিন্যু থেকে চেতলা অগ্রণীতে জনস্রোত।  

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৪ key status

৬৬ পল্লির প্রতিমা

৬৬ পল্লির বিগ্রহ।

৬৬ পল্লির বিগ্রহ। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:১২ key status

৬৬ পল্লির পুজো

৬৬ পল্লির পুজোয় মানুষের ঢল।

৬৬ পল্লির পুজোয় মানুষের ঢল। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৮ key status

বাদামতলা আষাঢ় সংঘ

বাদামতলা আষাঢ় সংঘের প্রতিমা।

বাদামতলা আষাঢ় সংঘের প্রতিমা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৬ key status

এন্টালি ১৪ পল্লী উদয়ন সংঘ

এন্টালি ১৪ পল্লী উদয়ন সংঘের পুজোর এ বার ৮৯ তম বর্ষ। ভাবনা ও পরিকল্পনায় গৌরাঙ্গ কুইলা।

এন্টালি ১৪ পল্লী উদয়ন সংঘের পুজো।

এন্টালি ১৪ পল্লী উদয়ন সংঘের পুজো। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৪ key status

সমাজ সেবী সংঘ

দক্ষিণ কলকাতার সমাজ সেবী সংঘের প্রতিমা।

দক্ষিণ কলকাতার সমাজ সেবী সংঘের প্রতিমা। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০১ key status

বেহালা তরুণ মাতৃ সেবক সমিতি

বেহালা তরুণ মাতৃ সেবক সমিতির পুজো।

বেহালা তরুণ মাতৃ সেবক সমিতির পুজো। ছবি: অমিত রায়।

timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০০ key status

বন্ধ গার্ডেনরিচ উড়ালপুল

ভিড়ের চাপে বন্ধ হল গার্ডেনরিচ উড়ালপুল। অত্যধিক যানজটের কারণে ওই পথে যানবাহন চলাচল থমকে গিয়েছে।

timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৬ key status

খিদিরপুরের ভেনাস ক্লাবের অকালবোধনের পুজো

খিদিরপুরের ভেনাস ক্লাবের পুজো হয় কৃত্তিবাসী রামায়ণের অকালবোধনের রীতি মেনে। এ বার এই পুজোর ৮১তম বর্ষ।

খিদিরপুরের ভেনাস ক্লাবের অকালবোধনের পুজো।

খিদিরপুরের ভেনাস ক্লাবের অকালবোধনের পুজো। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫০ key status

ভবানীপুর ৭৫ পল্লি

ভবানীপুর ৭৫ পল্লির পুজোর এ বার ৬১তম বর্ষ। থিম ‘বিনোদিনী’।

ভবানীপুর ৭৫ পল্লির পুজো।

ভবানীপুর ৭৫ পল্লির পুজো। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৭ key status

প্রতাপাদিত‍্য রোড ত্রিকোণ পার্ক

প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের পুজো। চিত্রকর রবি বর্মাকে শ্রদ্ধা জানিয়ে গড়া হয়েছে মণ্ডপ। ভাবনায় শিল্পী দীপ দাস ও ঈশিকা চন্দ্র।

প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের পুজো।

প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের পুজো। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৪ key status

একে ব্লক সল্টলেক

ভবানীপুর পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশনের পুজো।

ভবানীপুর পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশনের পুজো। — নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy