Ham Radio

পাশে হ্যাম রেডিয়ো, এক বছর পরে মিলল মৃত্যুর শংসাপত্র

পালিত পুত্র তাপসের মৃত্যুর শংসাপত্র না পেলে আইনি অনেক বিষয় আটকে যাবে। এই আশঙ্কায় অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ০২:০৩
Share:

—প্রতীকী চিত্র।

কাজ নিয়ে আন্দামানের হোটেলে গিয়েছিলেন ছেলে। আচমকা যোগাযোগ বন্ধ হয়ে যায়। মাসখানেক পরে খড়দহ থানার পুলিশ খবর দেয়, আন্দামানেই মৃত্যু হয়েছে তাপস প্রামাণিকের। আর কোনও তথ্য নেই। শেষ বার দেখা তো দূর, ছেলের দেহ পর্যন্ত পাননি বৃদ্ধ বাবা।

Advertisement

এক বছর আগে লড়াই শুরু করেন খড়দহ কালীবেদি এলাকার বাসিন্দা অসিত বন্দ্যোপাধ্যায়। কিন্তু বেশি দূর এগোতে পারেননি। থানা-পুলিশ, মহকুমা-জেলা প্রশাসনের কাছে ঘুরলেও লাভ হয়নি। এ দিকে, পালিত পুত্র তাপসের মৃত্যুর শংসাপত্র না পেলে আইনি অনেক বিষয় আটকে যাবে। এই আশঙ্কায় অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। শেষে হ্যাম রেডিয়ো ক্লাবের সৌজন্যে সোমবার ছেলের মৃত্যুর শংসাপত্র পান তিনি। তাপসের মৃত্যু নিয়েও তথ্য মেলে।

অসিতবাবু জানান, ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন তিনি। অম্বরীশ জানান, তাপসের নাম ছাড়া আর কিছু ছিল না তাঁদের কাছে। ফলে তিনি আন্দামানের রেডিয়ো অপারেটরদের সঙ্গে যোগাযোগ করেন। বিভিন্ন থানা ঘুরে শেষে দক্ষিণ পোর্ট ব্লেয়ারের পাহাড়গাঁও থানা থেকে জানা যায়, ২০১৯ সালের ২ ডিসেম্বর হোটেলে আগুন লেগে পুড়ে মৃত্যু হয় তাপসের। কিন্তু তাঁর কোনও তথ্য না থাকায় বাড়িতে দেহ পাঠানো যায়নি। অবশেষে তাপসের এক সহকর্মীর দৌলতে মেলে বাড়ির ফোন নম্বর। আন্দামান প্রশাসন খড়দহ থানাকে সেই তথ্য পাঠিয়েছিল। অম্বরীশ জানান, পাহাড়গাঁও থানার তদন্তকারী অফিসারের সহায়তায় তাপসের মৃত্যুর শংসাপত্র পান তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন