Madhyamik

নাম বিভ্রাটে হুলস্থুল, কোর্টের হস্তক্ষেপে মাধ্যমিকের অ্যাডমিট পাচ্ছে যোগ্য ছাত্র

বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, বিকেল চারটের মধ্যে ছাত্রের যাবতীয় নথি নিয়ে মধ্য শিক্ষা পর্ষদে আবেদন করবেন স্কুল কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:১০
Share:

—প্রতীকী চিত্র।

আগামী সোমবার শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। তবে, শহরের একটি নামী স্কুলের গাফিলতিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না পেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল এক পড়ুয়া। শুক্রবার ওই পড়ুয়ার নাম নথিভুক্ত করে অবিলম্বে তাকে অ্যাডমিট কার্ড দেওয়ার নির্দেশ দিল হাই কোর্ট।

বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, এ দিন বিকেল চারটের মধ্যে ওই ছাত্রের যাবতীয় নথি নিয়ে মধ্য শিক্ষা পর্ষদে আবেদন করবেন স্কুল কর্তৃপক্ষ। সেই নথি বিবেচনা করে, ছাত্রের নাম নথিভুক্ত করে অ্যাডমিট কার্ড প্রকাশ করবে পর্ষদ। এর পাশাপাশি, গাফিলতির জন্য সংশ্লিষ্ট স্কুলকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারপতি। কর্তৃপক্ষকে সতর্ক করে তাঁর আরও নির্দেশ, শুক্রবারের মধ্যে এই জরিমানা পর্ষদে জমা না দিলে পরবর্তী কালে ওই স্কুলের কোনও পড়ুয়াকে মাধ্যমিকের জন্য নথিভুক্ত করা যাবে না। এ ছাড়াও এই গাফিলতির জন্য স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে মধ্যশিক্ষা পর্ষদ।

আদালতের খবর, ওই স্কুলের একই শ্রেণির দুই পড়ুয়ার এক নাম হওয়া নিয়ে সমস্যা। মামলাকারী পড়ুয়ার অভিযোগ, সে মাধ্যমিকের টেস্টে পাশ করলেও পাশ করেনি একই নামের অন্য পড়ুয়া। অথচ, স্কুলের গাফিলতিতে মাধ্যমিকে নাম নথিভুক্ত হয় অনুত্তীর্ণ পড়ুয়ার। ফলে, নাম নথিভুক্ত হয়নি যোগ্য ছাত্রটির। অবিলম্বে মামলাকারী পড়ুয়ার নাম নথিভুক্ত করে তার অ্যাডমিট কার্ড প্রকাশের নির্দেশ দিক হাই কোর্ট, আর্জি জানান পড়ুয়ার আইনজীবী সুমন দে।

পর্ষদের আইনজীবী কোয়েলি ভট্টাচার্য দাবি করেন, স্কুলের গাফিলতিতে সমস্যা হয়েছে। পাঁচ বার পর্ষদের পোর্টালে স্কুলকে পড়ুয়াদের তথ্য ঠিক করার সুযোগ দেওয়া হলেও পদক্ষেপ করেনি কোনও পক্ষ। স্কুলকে জরিমানা ও কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান কোয়েলি। উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতির পর্যবেক্ষণ, পড়ুয়াদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক। স্কুলের গাফিলতির জন্য কোনও ছাত্রের এক বছর নষ্ট হতে দেওয়া যায় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন