বান্ধবীর গ্রামে যেতে ফের ধৃত ফেরার বন্দি

২০১৫ সালে যাদবপুরের এক ডাকাতির ঘটনায় ট্যাংরার বাসিন্দা রজ্জাককে গ্রেফতার করা হয়েছিল। গত ১৬ অগষ্ট রজ্জাককে আলিপুর জেলা দায়রা আদালতে হাজির করানো হয়। সেখানেই বিচারকের এজলাস থেকে কোর্ট লকআপে যাওয়ার পথে পালায় সে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ০৩:৫৭
Share:

আদালতের এজলাস থেকে লকআপে যাওয়ার পথে কনস্টেবলের চোখে লঙ্কার গুঁড়ো ছু়ড়ে পালিয়েছিল শেখ রজ্জাক। কিন্তু শেষরক্ষা হল না। বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের জালে ফের ধরা পড়ল আলিপুর জেলা দায়রা আদালত চত্বর থেকে পালানো ওই বন্দি। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থেকে তাকে গ্রেফতার করেছেন লালবাজারের ডাকাতি দমন শাখার অফিসারেরা।

Advertisement

২০১৫ সালে যাদবপুরের এক ডাকাতির ঘটনায় ট্যাংরার বাসিন্দা রজ্জাককে গ্রেফতার করা হয়েছিল। গত ১৬ অগষ্ট রজ্জাককে আলিপুর জেলা দায়রা আদালতে হাজির করানো হয়। সেখানেই বিচারকের এজলাস থেকে কোর্ট লকআপে যাওয়ার পথে পালায় সে।

পুলিশ সূত্রের খবর, এক জনের সাহায্য নিয়েই পুলিশি হেফাজত থেকে পালিয়েছিল রজ্জাক। তার পরে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল সে। সম্প্রতি তদন্তকারীরা জানতে পারেন, নোদাখালি থানা এলাকার

Advertisement

আগোরিয়া গ্রামে এক বান্ধবীর সঙ্গে রজ্জাকের যোগাযোগ রয়েছে। এর পরেই কয়েক জন পুলিশকর্মীকে নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার রাতে

পুলিশকর্মীরা বুঝতে পারেন, বান্ধবীর সঙ্গে দেখা করতে গ্রামে এসেছে রজ্জাক। এর পরেই তাকে গ্রেফতার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন