নস্টালজিয়ায় মাখা ৫৫ নম্বর রুটে আবার দৌড়াবেন বেসু প্রাক্তনীরা

গত দু বছরের মত এবারও। সেই স্মৃতি মাখা ৫৫ নং রুট ধরে দৌড়াবেন বেসুর প্রাক্তনীরা। আগামী রবিবার মেট্রো সিনেমার সামনে থেকে জড়ো হবেন তাঁরা। তারপর সেই স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ হয়ে শিবপুর আইআইএসটির ক্যাম্পাস। মোট ১০ কিলোমিটার এই রাস্তা সেদিন দৌড়েই পার হবেন সব্বাই মিলে।

Advertisement
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৩
Share:

গত দু বছরের মত এবারও। সেই স্মৃতি মাখা ৫৫ নং রুট ধরে দৌড়াবেন বেসুর প্রাক্তনীরা। আগামী রবিবার মেট্রো সিনেমার সামনে থেকে জড়ো হবেন তাঁরা। তারপর সেই স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ হয়ে শিবপুর আইআইএসটির ক্যাম্পাস। মোট ১০ কিলোমিটার এই রাস্তা সেদিন দৌড়েই পার হবেন সব্বাই মিলে। যে রাস্তা ধরে একদিন রোজ কলেজ পারি দেওয়ার সিলসিলা চলত। সঙ্গি ৫৫ নং বাস। আজ তাঁরা ছড়িয়ে ছিটিয়ে আছেন বিশ্বের এখানে সেখানে। কিন্তু সেই স্মৃতির সরণীতে পা মেলাতে সেই প্রাক্তনীদের অনেকেই ইতিমধ্যেই চলে এসেছেন শহরে। শুধুই কি নস্টালজিয়া? বেসুরই এক প্রাক্তনী শঙ্খ কর ভৌমিকের কথায় আসলে অনেকটা ভালবাসা।

Advertisement

প্রত্যেক অংশগ্রহণকারীকে ৫৫ ডলার অথবা সমতুল্য ভারতীয় টাকা দিয়ে নাম রেজিস্টার করতে হয়। প্রত্যেক বছরের মত জমা টাকা তুলে দেওয়া হবে বেলুড় শ্রমজীবী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন