জাল নোট কারবারে ধৃত এক ব্যক্তির বাড়ি থেকে সোমবার ফের উদ্ধার হল লক্ষাধিক টাকার জাল নোট। পুলিশ জানায়, ৬ এপ্রিল সোনারপুরের রেনিয়ার বাসিন্দা অনুপম দত্ত নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তখন উদ্ধার হয়েছিল প্রায় ৫০ হাজার টাকার জাল নোট। ধৃতের ১৬ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশও হয়েছিল। জেরায় অনুপম জানায়, তার বাঁশদ্রোণীর বাড়িতে আরও জাল নোট আছে। তল্লাশিতে সেগুলি উদ্ধার হয়।