এক হাজার টাকার জাল নোট ব্যাঙ্কে জমা দিতে এসে বুধবার পুলিশের হাতে ধরা পড়ে গেলেন দু’ভাই। তাঁরা কোথা থেকে এই জাল নোট পেলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, বুধবার দুপুরে গণেশচন্দ্র অ্যাভিনিউ-এর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ২ লক্ষ টাকা জমা করতে আসেন লেকটাউনের বাসিন্দা সন্তোষ সিংহ এবং লোকনাথ সিংহ। যার মধ্যে ছিল ২৪টি ১০০০ হাজার নোট। তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা জমা দেন। তদন্তকারীরা জানান, জমা দেওয়া ১০০০ টাকার নোটগুলি দেখে সন্দেহ হলে ব্যাঙ্ককর্মীরা দু’জনকে অপেক্ষা করতে বলে বৌবাজার থানায় খবর দেন। পুলিশ এসে দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে একটি ট্রান্সপোর্টের অফিস কাজ করেন। তদন্তকারীদের কাছে ধৃতেরা দাবি করেছেন, ট্রান্সপোর্টের ক্রেতা ও গ্রাহকেরা ওই টাকা জমা দিয়েছিলেন সংস্থায়। সেই টাকাই তাঁরা জমা দিয়েছিলেন অ্যাকাউন্টে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ওই দু’জন সংস্থার মালিকের নির্দেশ মতো সংস্থারই টাকা নিজেদের অ্যাকাউন্টে জমা দিতে এসেছিল। তার মধ্যেই জাল নোট ছিল। এক পুলিশ কর্তা রাতে জানান, দু’ভাইয়ের কথায় বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। তাঁদের জেরা করার পরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হবে।
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর শহরে জাল নোট উদ্ধারের ঘটনা এ দিনই প্রথম ঘটল। প্রথমে বড়বাজারে বেআইনি ভাবে বাতিল ৫০০ টাকার নোট পাচার করতে গিয়ে ধরা পড়ে যান দুই যুবক। তবে বড়বাজারের সঙ্গে বৌবাজারের ঘটনার তেমন যোগসূত্র না থাকলেও লালবাজার কোনওটিকেই হাল্কা ভাবে নিচ্ছে না বলে পুলিশ সূত্রের খবর।