নকল পুলিশ

বিনিয়োগ নেই, শুধুই লাভ। এই ভাবনায় নকল পুলিশ সেজে দুই যুবক গাড়ি থামিয়ে টাকা তুলছিল। সন্দেহ হওয়ায় পুলিশে জানান এক গাড়িচালক।

Advertisement
শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ০০:৫২
Share:

বিনিয়োগ নেই, শুধুই লাভ। এই ভাবনায় নকল পুলিশ সেজে দুই যুবক গাড়ি থামিয়ে টাকা তুলছিল। সন্দেহ হওয়ায় পুলিশে জানান এক গাড়িচালক। নিউ টাউন থানার পুলিশ গিয়ে ধরে ফেলে দুই নকল পুলিশকে। ঘটনাস্থল নিউ টাউনের তিনকন্যা মোড়। ধৃতদের নাম অনন্ত চক্রবর্তী এবং খোকন ভুঁইয়া। পুলিশ জানায়, বুধবার ওই মোড়ের কাছে ধৃতেরা বিধাননগর কমিশনারেটের সিভিক পুলিশ পরিচয় দিয়ে গাড়ি থামিয়ে নানা অজুহাতে টাকা তুলছিল। সিট বেল্ট না পরায় এক চালকের থেকে ১৫০ টাকা নেয় বলে অভিযোগ। দুই যুবক সিভিক পুলিশের উর্দিতে না থাকায় সন্দেহ হয় এক চালকের। তিনিই কর্তব্যরত পুলিশকর্মীকে জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement