ধৃত ‘জাল’ পুলিশ

পুলিশের ভুয়ো পরিচয়পত্র সঙ্গে নিয়ে গাড়িতে লালবাতি লাগিয়ে ঘোরার অভিযোগে বুধবার গ্রেফতার হল দুই ব্যক্তি। পুলিশ জানায়, ধৃতদের নাম সিদ্ধার্থ দেওয়ান ও অরিত্র সাহা। সিদ্ধার্থ নিজেকে স্পেশ্যাল ব্রাঞ্চের পুলিশ অফিসার বলে দাবি করতেন, অরিত্র ছিলেন চালক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ০১:০১
Share:

পুলিশের ভুয়ো পরিচয়পত্র সঙ্গে নিয়ে গাড়িতে লালবাতি লাগিয়ে ঘোরার অভিযোগে বুধবার গ্রেফতার হল দুই ব্যক্তি। পুলিশ জানায়, ধৃতদের নাম সিদ্ধার্থ দেওয়ান ও অরিত্র সাহা। সিদ্ধার্থ নিজেকে স্পেশ্যাল ব্রাঞ্চের পুলিশ অফিসার বলে দাবি করতেন, অরিত্র ছিলেন চালক।

Advertisement

পুলিশ জানায়, পোদ্দার কোর্ট এলাকায় সিগন্যাল না মানায় একটি গাড়িকে আটক করেন ট্র্যাফিক সার্জেন্ট। তাঁর কাছে নিজেকে স্পেশ্যাল ব্রাঞ্চের অফিসার বলে পরিচয় দেন গাড়ির আরোহী সিদ্ধার্থ। সন্দেহ হলে গাড়িটিকে চালক-সহ থানায় আনা হয়। সিদ্ধার্থর পরিচয়পত্র জাল বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, লাল বাতি ও পুলিশের স্টিকার লাগিয়ে কিছু দিন ধরেই ঘুরছেন সিদ্ধার্থ। তাঁর মোবাইলে পুলিশের পোশাক পরা ছবিও মিলেছে। মিলেছে খেলনা পিস্তলও। যা দেখিয়ে তিনি নানা জায়গায় ভয় দেখাতেন বলেও অভিযোগ।

Advertisement

লালবাজার জানাচ্ছে, অরিত্রর বাবা অলোক সাহার দাবি, স্পেশ্যাল ব্রাঞ্চের অফিসার পরিচয়ে অরিত্রর গাড়ি ভাড়া নেন সিদ্ধার্থ। গাড়িতে লাল বাতি, পুলিশের স্টিকার লাগিয়ে ঘুরতেন তিনি। দৈনিক দু’হাজার টাকা ও তেলের খরচ দেওয়ার চুক্তি ছিল। আজ, বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement