Parking Fee

নিউ টাউনে পার্কিং ফি নিতে ফাস্ট্যাগ

সম্প্রতি দেশের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বা এনপিসিআই-এর প্রতিনিধিদের সঙ্গে এনকেডিএ এবং হিডকোর প্রতিনিধিরা ভিডিয়ো বৈঠক করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২০ ০৩:২৬
Share:

প্রতীকী ছবি

নগদ অর্থে নয়, বরং হাইওয়ের ধাঁচে ফাস্ট্যাগ প্রযুক্তিতে পার্কিং ফি নেওয়ার পরিকল্পনা করেছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)।

Advertisement

সূত্রের খবর, নিউ টাউন এলাকায় ইকো পার্ক, কয়েকটি হাসপাতাল এবং শপিং মল সংলগ্ন রাস্তায় গাড়ির চাপ বেশি। সেখানে নগদ অর্থেই পার্কিং ফি দেওয়ার ব্যবস্থা রয়েছে। এনকেডিএ সূত্রের খবর, সময়ে পার্কিং ফি নেওয়া-সহ বেশ কিছু অভিযোগ এসেছিল আগেই। তখন থেকেই নগদ লেনদেনের বিকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। এর পরে করোনা সংক্রমণের জেরে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। এই পরিস্থিতেতে স্পর্শহীন লেনদেন সংক্রমণ ঠেকাতে সহায়ক হতে পারে, এই ভাবনা থেকেই ফাস্ট্যাগ প্রযুক্তি চালুর বিষয়টি স্থির হয়।

সম্প্রতি দেশের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বা এনপিসিআই-এর প্রতিনিধিদের সঙ্গে এনকেডিএ এবং হিডকোর প্রতিনিধিরা ভিডিয়ো বৈঠক করেন। এনকেডিএ-র সূত্রের খবর, ফাস্ট্যাগের মাধ্যমে লেনদেন শুরু হলে কোনও গাড়ি পার্কিং লটে এলে নগদ অর্থে পার্কিং ফি দিতে হবে না। ফাস্ট্যাগের মাধ্যমে টাকা কেটে

Advertisement

নেওয়া হবে। তাতে গাড়ির মালিক বা চালকদের ফি দেওয়ার জন্য অপেক্ষাও করতে হবে না। পাশাপাশি, বেশি ফি নেওয়ার মতো অভিযোগও এড়ানো যাবে। তবে বিষয়টি চালু করা নিয়ে পর্যালোচনা চলছে। ওই প্রযুক্তি ব্যবহারের সুবিধা, সমস্যা সব দিক থেকে খতিয়ে দেখে তার পরেই পরিকল্পনা কার্যকর করা হবে বলে এনকেডিএ সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন