বড়বাজারে আগুন লেগে আতঙ্ক ছড়াল। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর দে়ড়টা নাগাদ বড়বাজারের নুরমল লোহিয়া লেনের একটি বাজারে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভায়। দোতলায় আটকে পড়া কয়েক জনকে উদ্ধার করে দমকলবাহিনী। আগুনের জেরে প্রাথমিক ভাবে বাজার চত্বর খালি করে দেওয়া হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি।