Bhowanipore

মমতার বিধানসভা এলাকায় ভবানীপুর পুলিশ হাসপাতালের কাছে আগুন, রাতেই খবর গেল মুখ্যমন্ত্রীর কাছে

জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা উপলক্ষে এই মুহূর্তে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, গভীর রাতেই খবর পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ০২:২৮
Share:

রাত সাড়ে ১২টার নাগাদ ভবানীপুর পুলিশ হাসপাতালের কাছে আগুন লাগে। —নিজস্ব চিত্র।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড। আগুন লাগল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকায়। বুধবার রাত সাড়ে ১২টার নাগাদ ভবানীপুর পুলিশ হাসপাতালের কাছে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।

Advertisement

মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৭১ নম্বর ওয়ার্ডের বেণীনন্দন স্ট্রিটে পুলিশ হাসপাতালের কাছে থাকা একটি গাছে প্রথমে আগুন লেগে যায়। সেখান থেকে আগুন লাগে স্থানীয় একটি বাড়িতে। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে পোড়া গন্ধ। আগুন নেবানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। ওই এলাকাতেই রয়েছে বেশ কিছু হোটেল। ওই সব হোটেলের কর্মী ও সেখানে খেতে আসা মানুষজন হাত লাগান আগুন নেবানোর কাজে।

জানা গিয়েছে, বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর পরই খবর দেওয়া হয়েছিল দমকল কেন্দ্রে। তবে দমকল যখন এসে পৌঁছেছে ততক্ষণে আগুন নিবে গিয়েছিল। দমকল আসার পরে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। পুলিশ ও দমকল সূত্রে খবর, কোনও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কেবল লাইনের তারের সঙ্গে ইন্টারনেটের তার জড়িয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা।

Advertisement

কিছু দিন আগে, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রেরই ৭৪ নম্বর ওয়ার্ডে আগুন লাগার ঘটনা ঘটেছিল। খিদিরপুরের সেই অগ্নিকাণ্ডের সময়েও অভিযোগ উঠেছিল দমকল দেরিতে আসার। তবে ওই অভিযোগ অস্বীকার করেছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। তার কয়েক দিন পরেই ফের আগুন লাগার ঘটনা ঘটল।

জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা উপলক্ষে এই মুহূর্তে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, গভীর রাতেই খবর পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement