ছড়াল ছাপাখানার আগুন

পুলিশ জানায়, বাজারের পাশেই রয়েছে একটি ছাপাখানা। সেখানে প্রথমে আগুন লাগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ০১:০৭
Share:

—ফাইল চিত্র।

রাতে ঘুমিয়েছিলেন শ্রমিকেরা। ভোরে প্রবল তাপে তাঁদের ঘুম ভেঙে যায়। উঠে ওই শ্রমিকেরা দে খেন, তাঁদের গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ, ভবানীপুরের যদুবাবুর বাজার এলাকায়।

Advertisement

পুলিশ জানায়, বাজারের পাশেই রয়েছে একটি ছাপাখানা। সেখানে প্রথমে আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে বাজারের দোতলার গুদামে। সেটি বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো পুড়ে গিয়েছে ছাপাখানাটি। দমকলের ছ’টি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। স্থানীয়েরা জানিয়েছেন, দমকল দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু এবং দমকলের ডিজি জগমোহন।

পুলিশ ও দমকল সূত্রের খবর, ওই গুদামে হিমায়িত ভুট্টার দানা রাখা হয়। কাছেই রয়েছে একটি পানশালা। আগুন সেখানে ছড়িয়ে পড়ার আশঙ্কায় গুদামের দোতলার অংশ খালি করে দেওয়া হয়। ফাঁকা করা হয় বাজারের বাকি অংশও। দমকল জানায়, জায়গাটি সরু হওয়ায় ইঞ্জিন ঢোকার পাশাপাশি হোসপাইপ নিয়ে যেতেও সমস্যা হয়। পুলিশের সাহায্যে জিনিসপত্র সরিয়ে ছাপাখানা ও গুদামের ভিতরে ঢোকেন দমকলকর্মীরা।

Advertisement

প্রাথমিক তদন্তের পরে দমকলের অনুমান, ছাপাখানার কোনও যন্ত্রে শর্ট সার্কিট থেকে এই বিপত্তি। সঠিক কারণ জানতে ফরেন্সিক রিপোর্টের উপরে নির্ভর করছেন তদন্তকারীরা। ছাপাখানার অগ্নি-নির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement