Maheshtala Fire

ফের আগুন মহেশতলায়, এ বার জ্বলল প্লাস্টিকের গুদাম, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন

বৃহস্পতিবারই মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকড়া কৃষ্ণনগর এলাকায় কাপড়ের গোডাউনে আগুন লেগেছিল। তার পর ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই ফের শুক্রবার আগুন লাগল মহেশতলায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ১১:৩৮
Share:

—প্রতীকী ছবি।

মাত্র ২৪ ঘণ্টা হয়েছে। শুক্রবার আবারও আগুন লাগল মহেশতলায়। এ বার আগুন লেগেছে প্লাস্টিকের গুদামে। এমনটাই খবর দমকল সূত্রে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন পৌঁছেছে। দমকল সূত্রে খবর, কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

বৃহস্পতিবারই মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকড়া কৃষ্ণনগর এলাকায় কাপড়ের গোডাউনে আগুন লেগেছিল। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল দমকলের দু’টি ইঞ্জিন। গোডাউনের যে অংশে আগুন লেগেছে সেখানে প্রচুর পরিমাণে কাপড় মজুত করা ছিল। আগুন লাগায় সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। পুজোর আগে পর পর দু’দিন অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।

Advertisement

পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন