গুদামে আগুন

পুড়ে ছাই হয়ে গেল একটি প্লাস্টিকের গুদাম। বৃহস্পতিবার সকালে, তিলজলার সাপগাছিতে। পুলিশ ও দমকল জানিয়েছে, একটি তিনতলা বাড়ির নীচে চলছিল গুদামটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০০:৫১
Share:

পুড়ে ছাই হয়ে গেল একটি প্লাস্টিকের গুদাম। বৃহস্পতিবার সকালে, তিলজলার সাপগাছিতে। পুলিশ ও দমকল জানিয়েছে, একটি তিনতলা বাড়ির নীচে চলছিল গুদামটি। সেখানে মজুত ছিল প্রচুর চর্মজাত দ্রব্য, প্লাস্টিক এবং দাহ্য পদার্থ। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। দমকলের অনুমান, বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই বিপত্তি। গুদামে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে দমকল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement