গবেষণাগারে আগুন

বালিগঞ্জ সায়েন্স কলেজের পরে আগুন লাগল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন গবেষণাগারে। তবে বড় ক্ষয়ক্ষতির আগেই আগুন নেভানো গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা:

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ০০:১০
Share:

বালিগঞ্জ সায়েন্স কলেজের পরে আগুন লাগল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন গবেষণাগারে। তবে বড় ক্ষয়ক্ষতির আগেই আগুন নেভানো গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার ডিন সুব্রত মুখোপাধ্যায় জানান, শনিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ এক কর্মী ওই গবেষণাগারে ঢুকে এসি চালু করতেই আগুনের ফুলকি দেখতে পান। তার পরেই সেখান থেকেই ধোঁয়া বেরোতে থাকে। খবর যায় দমকলে। তবে তার আগেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানো হয়। দমকল সূত্রে খবর, এসি মেশিনের কিছু অংশ পুড়ে গিয়েছে। অন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

গত মাসে বালিগঞ্জ সায়েন্স কলেজে প্রাণিবিদ্যার গবেষণাগারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ফায়ার অডিট শুরু করেছে কলকাতা। শনিবারের ঘটনার পরে প্রশ্ন উঠেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কি এই ব্যাপারে যথেষ্ট সতর্ক? বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার কণিষ্ক সরকারের দাবি, ‘‘এখানে সব বিভাগেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে এবং সে সবের দেখভালও হয় নিয়মিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement