Calcutta News

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন

ক্লাস চলাকালীন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন লাগায় আতঙ্ক ছড়ালো পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ হঠাত্ই কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪২
Share:

আগুনে পুড়ে গিয়েছে নেটওয়ার্ক রুমের মেশিন। ছবি: সুদীপ্ত ভৌমিক।

ক্লাস চলাকালীন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ হঠাত্ই কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো ক্যাম্পাস। ছাত্রছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এরই মধ্যে পড়ে গিয়ে এক জন আহত হন। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে খবর, গ্রন্থাগারিকের ঘরে আগুন লাগে। তবে কী কারণে আগুন লাগে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও স্পষ্ট নয় বলে বিশ্ববিদ্যালয় জানিয়েছে।

Advertisement

এর আগে ২০১০-এ প্রেসিডেন্সির ডিরোজিও ভবনের রসায়ন বিভাগের ল্যাবে ভয়াবহ আগুন লাগে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

আরও খবর...

Advertisement

জোকা-বিবাদী বাগ মেট্রোর জট কাটার আশ্বাস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement