Kolkata Fire Incident

দক্ষিণ কলকাতার বহুতল আবাসনে আগুন! ঘটনাস্থলে দমকল, আতঙ্কে বাসিন্দারা

দক্ষিণ কলকাতার অভিজাত বহুতল আবাসনে আগুন। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল বাসিন্দাদের মধ্যে। ঘটনাস্থলে দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৫:০৫
Share:

দক্ষিণ কলকাতার বহুতল আবাসনে আগুন! ঘটনাস্থলে দমকল। —প্রতীকী চিত্র।

দক্ষিণ কলকাতার অভিজাত বহুতল আবাসনে আগুন। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল বাসিন্দাদের মধ্যে। ঘটনাস্থলে দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

মঙ্গলবার দুপুরে টালিগঞ্জের করুণাময়ী এলাকায় ‘ডায়মন্ড সিটি’ নামের ওই বহুতল আবাসনের ১৬ তলায় আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা খতিয়ে দেখছে দমকল।

আবাসনের এক বাসিন্দা জানান, মঙ্গলবার আবাসনের এক নম্বর টাওয়ারের ১৬জি ফ্ল্যাটে ঝালাইয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ফ্ল্যাটেও। প্রথমে আবাসনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ঘটনাস্থলে যায় দমকলও। বাসিন্দাদের একাংশের অভিযোগ, আবাসনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement