বহুতলে আগুন কোথায়, এ বার খুঁজবে ড্রোন

দমকল সূত্রের খবর, ইতিমধ্যেই দু’টি ড্রোন কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ওই দু’টি ড্রোন হাতে আসার পরে দমকলের প্রতিটি ডিভিশনের জন্যই পৃথক ড্রোন কেনা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০২:৪৪
Share:

বহুতলের ছাদ-সহ বন্ধ কোনও জায়গায় আগুন লেগেছে কি না, লাগলেও তার কী পরিস্থিতি, সে সব জানতে ড্রোন ব্যবহার করতে চায় দমকল দফতর।

দাউদাউ জ্বলছে বাগড়ি মার্কেটের একাধিক তল। আগুন বাগে আনতে নিরন্তর লড়াই চালাচ্ছেন দমকলকর্মীরা। কিন্তু ছ’তলা ওই বাজারের ছাদ আগুনের গ্রাসে চলে গিয়েছে কি না, তা জানতে অসুবিধায় পড়তে হয়েছিল তাঁদের। কারণ, ছাদে যাওয়ার পথ ছিল বন্ধ। একই ভাবে বছরখানেক আগে দমদমের বন্ধ জেসপ কারখানা চত্বরে ঠিক কোথায় আগুন লেগেছে, তা জানতেও মুশকিলে পড়েছিল দমকল।

Advertisement

সেই সমস্যা মোকাবিলায় এ বার বিভিন্ন বহুতলের ছাদ-সহ বন্ধ কোনও জায়গায় আগুন লেগেছে কি না, লাগলেও তার কী পরিস্থিতি— সে সব জানতে ড্রোন ব্যবহার করতে চায় দমকল দফতর। একই ভাবে প্রাকৃতিক বিপর্যয়ের পরে উদ্ধারকাজেও ড্রোনের সাহায্য নিতে চাইছে তারা। দমকল সূত্রের খবর, ইতিমধ্যেই দু’টি ড্রোন কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ওই দু’টি ড্রোন হাতে আসার পরে দমকলের প্রতিটি ডিভিশনের জন্যই পৃথক ড্রোন কেনা হবে।

প্রসঙ্গত, বর্তমানে কলকাতা পুলিশের হাতে বেশ কয়েকটি ড্রোন রয়েছে। দমকলের আধিকারিকেরা চলতি মাসে পুলিশকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এর পরেই ড্রোন কেনার সিদ্ধান্ত হয়। সূত্রের খবর, আগামী মাসের মধ্যেই দু’টি ড্রোন দমকলের হাতে আসার কথা। এক আধিকারিক জানান, এর জন্য কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ড্রোনে থাকা ক্যামেরার ছবি সরাসরি কন্ট্রোল রুম থেকে দেখা যাবে। যা দেখে কর্মপদ্ধতি ঠিক করতে সুবিধা হবে বলে দাবি ওই দমকলকর্তার।

Advertisement

দমকল সূত্রের খবর, বিভিন্ন সময়ে আগুনের কাছে পৌঁছনো সম্ভব হয় না। কোন দিকে আগুন লেগেছে বা কোথা থেকে আগুন নেভানোর কাজ শুরু করলে সুবিধা হবে, তা-ও ঘটনাস্থলে থেকে বহু সময়ে বোঝা যায় না। ড্রোনে লাগানো ক্যামেরার ছবি দেখে তা করা সম্ভব। একই সঙ্গে কোনও বহুতলের ছাদে কেউ আটকে আছেন কি না অথবা আটকে পড়া কাউকে কী ভাবে উদ্ধার করা যাবে, সেই পরিকল্পনাও করা যাবে ড্রোনের ছবির সাহায্যে।

দমকলেরই একটি অংশের দাবি, আগুন ছাড়াও বন্যা বা কোনও প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারের পরিকল্পনা করতে কাজে আসবে ড্রোন। কারণ হিসেবে তাঁরা বলছেন, প্রাকৃতিক বিপর্যয়েও ঘটনাস্থলে পৌঁছতে অনেক ক্ষেত্রে বেগ পেতে হয় দমকলকর্মীদের। ফলে কেউ আটকে আছেন কি না, তা জানা সব সময়ে সম্ভব হয় না। কিন্তু ড্রোন থাকলে সেই তথ্য জানা সহজে সম্ভব হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement