Fire

তেঘরিয়ার বহুতলে আগুন, ২টি ঘর ভস্মীভূত

তেঘরিয়ায় একটি বহুতলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকালে ভিআইপি রোডের ধারে একটি বহুতলে আগুন লাগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ১৪:২০
Share:

প্রতীকী ছবি।

তেঘরিয়ায় একটি বহুতলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকালে ভিআইপি রোডের ধারে একটি বহুতলে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এসি থেকে শট সার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়ে। দু’টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Advertisement

তবে যে সময় আগুন লাগে, সেই সময় ওই ফ্ল্যাটটির পাশের ঘরেই ছিল একটি শিশু। ধীরে ধীরে ওই ফ্ল্যাটেও আগুন ছড়াতে থাকে। ভয়ে ওই শিশুটি চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনেই আবাসিকরা ছুটে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। সাত বছরের ওই শিশুটি জানিয়েছে, তার বাবা তাকে ঘরে আটকে রেখে বাইরে বেরিয়েছিল। শিশুটি ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়ে।

আরও পড়ুন: পুজোর ছুটি ব্লাড ব্যাঙ্কেও, হাহাকার রক্তের

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement