ওয়াটার্লু স্ট্রিটের রেস্তোরাঁয় আগুন, নিভল আধ ঘণ্টায়

আগুন লাগল মধ্য কলকাতার এক রেস্তোরাঁয়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আধ ঘণ্টার চেষ্টায় সেই আগুন নেভায়। প্রাথমিক ভাবে দমকল কর্মীদের ধারণা, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:২৯
Share:

বের করে নিয়ে আসা হচ্ছে একের পর এক গ্যাস সিলিন্ডার। ছবি: সুদীপ্ত ভৌমিক।

আগুন লাগল মধ্য কলকাতার এক রেস্তোরাঁয়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আধ ঘণ্টার চেষ্টায় সেই আগুন নেভায়। প্রাথমিক ভাবে দমকল কর্মীদের ধারণা, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Advertisement

পুলিশ ও দমকল সূত্রে খবর, বুধবার সকাল ১০টা নাগাদ মধ্য কলকাতার ওয়াটারলু স্ট্রিটের ওই রেস্তোরাঁয় আগুন লাগে। ওই রেস্তোরাঁ মঙ্গলবার রাত ১০টা নাগাদ বন্ধ হয়ে গিয়েছিল। এ দিন বেলা ১২টা নাগাদ ফের তা খোলার কথা ছিল। কিন্তু, সকালে পরিচারিকা শেখ সুলতানা কাজ করতে এসে দেখেন, এক তলা এবং দোতলার মাঝখানে মেজানাইন ফ্লোরের একটা জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তিনি রেস্তোরাঁর ম্যানেজারের সঙ্গে কথা বলেন। খবর যায় দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তাদের পাঁচটি ইঞ্জিন পৌঁছয়।

কী ভাবে আগুন লেগেছে তা নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে দমকল কর্মীরা জানিয়েছেন, ওই রেস্তোরাঁয় বেশ কিছু গ্যাস সিলিন্ডার মিলেছে। যার মধ্যে কমার্শিয়াল সিলিন্ডার ছাড়াও বেশ কয়েকটি বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে। তবে, অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও ওই রেস্তোরাঁয় কোনও গ্যাস ব্যাঙ্ক ছিল না। রেস্তোরাঁর ম্যানেজার সৌমিত্র রায় জানিয়েছেন, দমকল কর্তৃপক্ষ বেশ কিছু দিন আগে তাঁদের গ্যাস ব্যাঙ্ক তৈরির নির্দেশ দেন। সিলিন্ডার রাখার নির্দিষ্ট এবং পদ্ধতিমাফিক জায়গাকেই গ্যাস ব্যাঙ্ক বলে। সেই কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। তবে, গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে কি না তা নিয়ে ফরেন্সিক রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছে দমকল। কর্মীদের একাংশ জানিয়েছেন, তখনও রান্নাঘরে কাজ শুরু হয়নি। গ্যাস আভেনও জ্বালানো হয়নি। কী ভাবে গ্যাস থেকে আগুন লাগবে তা হলে?

Advertisement

আগুন নেভাতে ল্যাডার নিয়ে আসা হয়। উপরের ছাদের অংশ থেকে সেই ল্যাডারে উঠে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement