উড়ালপুল দু’দিন একমুখী

আচার্য জগদীশচন্দ্র বসু রোডের উড়ালপুলে আজ, শনিবার এবং কাল, রবিবার এক দিকে যান চলাচল করবে। ডিএল খান রোডের দিক থেকে পার্ক সার্কাসের দিকে কোনও গাড়ি যাবে না। তবে বেকবাগান র‌্যাম্প হয়ে মল্লিকবাজারের রাস্তা খোলা থাকবে।

Advertisement
শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৬ ০৪:০৪
Share:

আচার্য জগদীশচন্দ্র বসু রোডের উড়ালপুলে আজ, শনিবার এবং কাল, রবিবার এক দিকে যান চলাচল করবে। ডিএল খান রোডের দিক থেকে পার্ক সার্কাসের দিকে কোনও গাড়ি যাবে না। তবে বেকবাগান র‌্যাম্প হয়ে মল্লিকবাজারের রাস্তা খোলা থাকবে। শুক্রবার রাত ১০টা থেকেই ওই সেতুতে একমুখী গাড়ি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ৬টা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। ডিসি (ট্রাফিক) ভি সলোমন নেসাকুমার বলেন, ‘‘পরমা উড়ালপুলের সঙ্গে এজেসি বোস রোড উড়ালপুলের সংযুক্তির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement