Chat Puja 2020

‘পরিবেশ রক্ষা’ করতে ছটপুজোর জন্য শহর জুড়ে দেড় হাজার কৃত্রিম জলাশয়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৪:১৪
Share:

কৃত্রিম জলাশয়। ছবি: পিটিআই

আদালতের নির্দেশ ছিল, এ বার আর শহরের প্রধান দু’টি জলাশয়ে ছটপুজোর কোনও আয়োজন করা যাবে না। কিন্তু পুজো তার জন্য আটকে থাকবে, তা তো হতে পারে না। সেই কারণেই কলকাতার নানা প্রান্তে তৈরি করা হল কৃত্রিম জলাশয়। শহর জুড়ে প্রায় দেড় হাজার কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে এবারের ছট পুজোর জন্য। মাটি খুঁড়ে, ইটের পাঁচিল গেঁথে কোথাও চার ফুট, কোথাও ছ’ফুট গভীর এই কৃত্রিম জলাশয়গুলি এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে এক জন মানুষের কোমর সমান জল থাকে।

Advertisement

এই বারের আয়োজন গত বছরের থেকে বহরে অনেকটাই বেশি। কারণ, এক দিকে রয়েছে করোনার চিন্তা, অন্য দিকে থাকছে পরিবেশ সংক্রান্ত ভাবনা। উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক স্থানে এই জলাশয় তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন, এই বছর যাতে করোনা স্বাস্থ্যবিধি মেনে, আদালতের নির্দেশ মতো ছটপুজো পালন করা হয়।

Advertisement

শুক্রবার সকাল থেকে যে ছবিটা দেখা গেল, তাতে রবীন্দ্র সরোবরে সাময়িক উত্তেজনা তৈরি হলেও সহজে তা প্রশমিত হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনেছেন বেশির ভাগ মানুষ। শহরের গড়চা রোডের আশেপাশে বেশ কযেকটি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে, আমরি ঢাকুরিয়ার কাছে তৈরি হয়েছে একটি জলাশয়, সেখানেই অনেককে পুজো দিতে দেখা যায়। অন্য দিকে, সবচেয়ে বড় কৃত্রিম জলাশয় তৈরি হয়েছে পণ্ডিতিয়া রোডের তেঁতুলতলা মাঠে। এখানে প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস কুমারের তত্ত্বাবধানে ছ’ফুট উঁচু পাঁচিল দিয়ে এটি তৈরি করা হয়েছে।

আরও পডুন: ভোজ্য তেলের দাম বেড়েছে ৩০ শতাংশ, উদ্বিগ্ন অমিত শাহের মন্ত্রিগোষ্ঠী

আয়োজকদের মধ্যে সকলেই জানাচ্ছেন, কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি যেমন মানতে হবে, তেমনই মানতে হবে হাইকোর্টের নির্দেশও। সেই কারণেই এই কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে যাতে স্থানীয় মানুষেরা সহজে এসে পুজো দিতে পারেন।

আরও পডুন:মধ্যপ্রদেশের পর ‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে বিশেষ আইন আনছে যোগীর রাজ্য

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement