প্রতারণার অভিযোগে ধৃত বিহারের দুই বাসিন্দাকে জেরা করে বিদেশি যোগসাজশের প্রমাণ মিলল। পুলিশ জানায়, ধৃত মহম্মদ আবরে আলম ও মহম্মদ আমিরুলের থেকে উদ্ধার হওয়া মোবাইল থেকে সৌদি আরব ও পাকিস্তানের নম্বর মিলেছে। অন্য দিকে, দত্তাবাদে গুলি চালনার ২৪ ঘণ্টা পরেও মূল অভিযুক্ত ভোলা সর্দার অধরা। তবে পাঁচ যুবক আটক হয়েছে।