নেই পাসপোর্ট, ধৃত বিদেশি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৫
Share:

ভরদুপুরে গরফার প্রিন্স পার্কের রাস্তায় দাঁড়িয়ে হাতকড়া পরা এক নাইজেরীয়। তাঁর পাহারায় দাঁড়িয়ে পুলিশ। আরও কয়েক জন উর্দিধারী একটি বাড়িতে তল্লাশি করছেন। স্থানীয় বাসিন্দারা অবাক। আতঙ্কিত কেউ কেউ শনিবার থানায় ফোন করে জানতে চাইলেন, নাশকতা করতে এসে কোনও বিদেশি কি ধরা পড়ল? অথচ গরফা থানার কাছেও পুলিশি অভিযানের কোনও খবর নেই!

Advertisement

শেষ পর্যন্ত গরফা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে রহস্যের জট খুলল। জানা গেল, ওই উর্দিধারীরা নাগপুর সদর থানার পুলিশ। ওই নাইজেরীয় হরিদেবপুর এলাকার মতিলাল গুপ্ত রো়ডে বছর দু’য়েক আগে ভাড়া নিয়ে থাকতেন। স্থানীয় ক্লাবের হয়ে তিনি ফুটবলও খেলতেন। একটি ক্লাবের হয়ে তিনি নাগপুরে খেলতে গিয়ে সেখানেই থেকে যান। কিন্তু ওই বিদেশি নাগরিকের পাসপোর্ট না পেয়ে নাগপুর সদর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

ধৃত বিদেশি দাবি করেন, প্রিন্স পার্কে তাঁর অফিস আছে, সেখানেই পাসপোর্ট ও অন্য কাগজপত্র পাওয়া যাবে। কিন্তু সেই অফিসে গিয়েও কোনও কাগজপত্র মেলেনি। ওই নাইজেরীয়কে নিয়ে এ দিন নাগপুর পুলিশ ফিরে যায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন