Kolkata Airport

চারটি আন্তর্জাতিক উড়ান নামল শহরে

শনিবার গভীর রাতে ৭২ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে সরাসরি শহরে এসে পৌঁছয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ৭৫ জন যাত্রী নিয়ে সেটি আবার লন্ডনে ফিরে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২০ ০২:৪৮
Share:

—ফাইল চিত্র।

সাধারণ আন্তর্জাতিক যাত্রী উড়ান চলাচল এখন বন্ধ। এখন চলছে শুধুই ‘বন্দে ভারত’ প্রকল্পের উড়ান এবং অন্য দেশের সঙ্গে চুক্তি ভিত্তিক ‘বাবল উড়ান’। শনিবার রাত থেকে রবিবার ভোরের মধ্যে এই দুই ধরনের উড়ান মিলিয়ে কলকাতায় এসে নামল মোট চারটি উড়ান। লকডাউনের আগে, গত ২২ মার্চ আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়ে যাওয়ার পরে এই প্রথম মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এতগুলি আন্তর্জাতিক উড়ান নামল শহরে।

Advertisement

শনিবার গভীর রাতে ৭২ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে সরাসরি শহরে এসে পৌঁছয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ৭৫ জন যাত্রী নিয়ে সেটি আবার লন্ডনে ফিরে যায়। দুবাই থেকে শনিবার রাতে এবং রবিবার সকালে যথাক্রমে ৬৮ এবং ১৫৫ জন যাত্রী নিয়ে কলকাতায় আসে স্পাইসজেট এবং ইন্ডিগোর দু’টি উড়ান। ৬০ জন যাত্রী নিয়ে শনিবার রাতে আবুধাবি থেকে শহরে আসে কাতার এয়ারওয়েজের একটি বিমান। পরে ৩৬ জন যাত্রীকে নিয়ে সেটি ফিরে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন