চেকের পরে নগদ নিতে এসে ধৃত প্রতারক

সৌরভ হালদার নামে ওই প্রতারককে গ্রেফতার করে বুধবার শিয়ালদহ আদালতে তোলে পুলিশ। ধৃতের ১৪ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ০১:০২
Share:

প্রতীকী চিত্র।

ভাল ‘অফার’ চলছে! ঘরে বসেই আট লক্ষ টাকার ঋণ মিলবে মুহূর্তে! এমন ভাবেই ফাঁদ পেতেছিল প্রতারক। শেষ রক্ষা হল না। গ্রাহকের বুদ্ধিতে ধরা পড়ে গেল প্রতারক। সৌরভ হালদার নামে ওই প্রতারককে গ্রেফতার করে বুধবার শিয়ালদহ আদালতে তোলে পুলিশ। ধৃতের ১৪ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, সম্প্রতি আট লক্ষ টাকার ঋণ পাইয়ে দেওয়ার নাম করে চিৎপুর থানা এলাকার বাসিন্দা, শুভময় রায় নামে এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে সৌরভ। সে দাবি করে, পঞ্চাশ হাজার টাকা ‘প্রসেসিং ফি’ দিলেইনথিপত্র ছাড়াই বাড়ি বসে ঋণ পাওয়া যাবে। শুভময় জানান, ব্যবসার জন্য ঋণ প্রয়োজন ছিল। সৌরভ নাম করা একটি ঋণদানকারী সংস্থার কর্মী হিসেবে পরিচয় দেওয়ায় তাঁর কোনও সন্দেহ হয়নি। তিনি সৌরভকে ৪১ হাজার টাকার একটি চেক দেন। বলেন, বাকি টাকা পরের দিন নগদে মেটাবেন।

পরের দিন শুভময় ঋণের ব্যাপারে কথা বলতে ওই ঋণদানকারী সংস্থার অফিসে গেলে তাঁকে জানানো হয়, এ ভাবে কোনও ঋণ দেওয়া হয় না এবং সৌরভ নামে কেউ ওই সংস্থায় কাজও করেন না। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সোমবার চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন শুভময়। এর পরে নগদ টাকা নেওয়ার জন্য সৌরভ ফের ফোন করে শুভময়কে। তাকে দমদম স্টেশন এলাকায় দাঁড়াতে বলেন শুভময়। সেখান থেকেই তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

সৌরভকে জেরা করে এর পরে তদন্তকারীরা জানতে পেরেছেন, সল্টলেকের একটি বেসরকারি সংস্থায় কাজ করে সে। সেই কাজের ফাঁকেই ঋণদানকারী সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়ে গ্রাহকদের ফোন করে প্রতারণার জাল বিছোত সৌরভ। এই কাজে সৌরভের সঙ্গে আরও বেশ কয়েক জন যুক্ত বলে জেনেছেন তদন্তকারীরা। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement