হাওড়া

সুস্থ রাখতে পার্কেই বসছে নিখরচার জিম

টাকা খরচ করে আর জিমে যেতে হবে না। এ বার পার্কেই মিলবে জিম। শরীরের ওজন কমাতে ও নানা রোগের হাত থেকে রেহাই পেতে এ বার হাওড়ার বিভিন্ন পার্কে চালু হচ্ছে ‘ওপেন এয়ার জিম’।

Advertisement

দেবাশিস দাশ

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ০২:১৬
Share:

প্রস্তাবিত শারীরচর্চা কেন্দ্র। — নিজস্ব চিত্র

টাকা খরচ করে আর জিমে যেতে হবে না। এ বার পার্কেই মিলবে জিম।

Advertisement

শরীরের ওজন কমাতে ও নানা রোগের হাত থেকে রেহাই পেতে এ বার হাওড়ার বিভিন্ন পার্কে চালু হচ্ছে ‘ওপেন এয়ার জিম’। নাগরিকদের সুস্থ রাখতে এই অভিনব পরিকল্পনা নিয়েছে হাওড়া পুরসভা। যার মূল উদ্যোক্তা চিকিৎসক, মেয়র রথীন চক্রবর্তী। তাঁর দাবি, দিল্লির পরে রাজ্যের মধ্যে হাওড়াতেই প্রথম এই ধরনের জিম তৈরি হচ্ছে।

মেয়র বলেন, ‘‘চিকিৎসার ভাষায় ‘লঙ্গার দ্য বেল্ট, শর্টার দ্য লাইফ’। ভুঁড়ি বাড়ার অর্থ জীবন ছোট হয়ে আসা। তাই ভুঁড়ি কমাতে জিমে যাওয়া জরুরি। বয়স বাড়লে অনেকে জিমে যেতে সঙ্কোচ বোধ করেন। তাই সকলের সুবিধার কথা ভেবে পার্কেই তৈরি হচ্ছে ওপেন এয়ার জিম।’’

Advertisement

পুরসভা সূত্রে খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে বর্তমানে হাওড়া পুর এলাকার ৫টি পার্কে এই জিম তৈরি হবে। প্রতিটি পার্কের জন্য খরচ পড়বে ১৩ লক্ষ টাকা করে। পার্কের জিমগুলি হবে বালি, উত্তর হাওড়া, মধ্য হাওড়া, শিবপুর ও দক্ষিণ হাওড়ায়। মেয়র পারিষদ (উদ্যান) বিভাস হাজরা জানান, খোলা আকাশের নীচে বসবে জিমের নানা যন্ত্র। রোদ-বৃষ্টিতে যাতে যন্ত্রগুলির ক্ষতি না হয়, সে জন্য সেগুলি বিশেষ ভাবে ‘ওয়েদার প্রুফ’ তৈরি করা হচ্ছে। পুরসভার বক্তব্য, খোলা আকাশের নীচে সবুজ পার্কে দাঁড়িয়ে প্রাতর্ভ্রমণকারীরা প্রাণ ভরে নিশ্বাস নেওয়ার পাশাপাশি নিখরচায় একসঙ্গে ৬০-৭০ জন মিলে নিয়মিত শারীরচর্চা করতে পারবেন। এতে পার্কগুলির গুরুত্বই বদলে যাবে। প্রতি পার্কে থাকবেন জিমের প্রশিক্ষক।

হাওড়া পুরসভা এলাকায় আগে হাতে গোনা কয়েকটি পার্ক থাকলেও সেগুলির ঠিক মতো রক্ষণাবেক্ষণ হতো না বলে অভিযোগ। তৃণমূল ক্ষমতায় আসার পরে গত তিন বছরে নতুন করে ২৩০টি পার্ক তৈরি করে। পুরনো পার্কগুলির সৌন্দর্যায়ন করা হয়। তৈরি হয় প্রাতর্ভ্রমণকারীদের জন্য হাঁটার রাস্তা, শিশুদের জন্য খেলার ব্যবস্থা। পর্যাপ্ত আলো দিয়ে পার্কগুলি সাজানোও হয়।

বিভাসবাবু বলেন, ‘‘আগে পার্কে মানুষ শারীরচর্চা করতে পারতেন না। প্রতিটি পার্কে এখন ১৪টি করে শারীরচর্চার যন্ত্র লাগানো হচ্ছে।’’

পুরসভা সূত্রে জানা গিয়েছে, যে যন্ত্রগুলি বসানো হবে তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের টুইস্টার, পুশ-আপ বার, স্কাই ওয়াকার, লেগ প্রেস, হর্স রাইডার-সহ আরও অনেক কিছু। মেয়র পারিষদ (উদ্যান) জানান, জিম-সহ প্রথম পার্কটি তৈরি হচ্ছে ২৮ নম্বর ওয়ার্ডের তুলসী চক্রবর্তী পার্কে। ফেব্রুয়ারিতেই এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তার পরে শুরু হবে বাকি পার্কগুলিতে জিমের মেশিন বসানোর কাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন