মেলায় খাবার বেচে পাশে পড়ুয়ারা

স্কুলের প্রিন্সিপাল ইন্দ্রাণী মিত্র জানান, বহু বছর ধরে এই রীতি চলে আসছে। সেই মতো শনিবারও স্কুল চত্বরে আনন্দমেলা হয়ে গেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ০০:৪৫
Share:

শনিবার গোখেল মেমোরিয়াল গার্লস হাইস্কুলের চত্বরে আনন্দমেলা হয়ে গেল। —ফাইলচিত্র।

পড়ুয়ারাই তৈরি করেছে রকমারি খাবার। স্কুলের মেলায় সে সব বিক্রিও করেছে তারা! যদিও সেই আয় জমা পড়ে স্কুলের শিক্ষাকর্মীদের জন্য তৈরি বিশেষ তহবিলে। এ ভাবেই প্রতি বছর ‘আনন্দমেলা’ উদ্‌যাপন করে দক্ষিণ কলকাতার গোখেল মেমোরিয়াল গার্লস হাইস্কুলের পড়ুয়ারা।

Advertisement

স্কুলের প্রিন্সিপাল ইন্দ্রাণী মিত্র জানান, বহু বছর ধরে এই রীতি চলে আসছে। সেই মতো শনিবারও স্কুল চত্বরে আনন্দমেলা হয়ে গেল। স্কুলের ছাত্রীরাই ফুচকা, ঝালমুড়ি প্রভৃতি তৈরি করে এনেছিল। পড়ুয়া, শিক্ষিকা, প্রাক্তনীরা মেলায় এসে সে সব কেনেন।

শিক্ষাকর্মীদের সাহায্যের জন্য উদ্যোগী হয়েছে শ্রী শিক্ষায়তন, দ্য হেরিটেজ স্কুল-সহ কয়েকটি স্কুল। শ্রী শিক্ষায়তনের মহাসচিব ব্রততী ভট্টাচার্য জানান, শিক্ষাকর্মীদের সাহায্যে তাঁদের একটি ওয়েলফেয়ার তহবিল রয়েছে। তিনি বলেন, ‘‘এর ফলে পড়ুয়াদের মধ্যে নৈতিকতা এবং সামাজিকতা বোধ গড়ে ওঠে।’’ দ্য হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল সীমা সাপ্রু বলেন, ‘‘খুব ভাল উদ্যোগ। তবে আমাদের স্কুলেও শিক্ষাকর্মীদের জন্য এমন তহবিল রয়েছে। যেখানে পড়ুয়ারা টাকা জমা করেন।’’

Advertisement

শিক্ষামহলের মতে, স্কুলে শিক্ষাকর্মীরাও গুরুত্বপূর্ণ। পঠনপাঠন ছাড়া বাকি কাজ সঠিক ভাবে চালাতে তাঁদের সহযোগিতা বিশেষ প্রয়োজন। তাই ওঁদের পাশে থাকাটা কর্তব্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন