—প্রতীকী চিত্র।
মেট্রোর ভিতর থেকে বিয়ের সোনার গয়না উধাও হয়ে গিয়েছে। পার্ক স্ট্রিট থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করলেন এক মহিলা যাত্রী। তাঁর সোনার নেকলেস-সহ বেশ কয়েক হাজার টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, অভিযোগকারী মহিলা বীরভূমের রামপুরহাটের বাসিন্দা। গত রবিবার হাওড়া থেকে তিনি ইস্ট-ওয়েস্ট মেট্রোয় উঠেছিলেন। কুঁদঘাট মেট্রো স্টেশনে নামার কথা ছিল তাঁর। লিখিত অভিযোগে মহিলা জানিয়েছেন, হাওড়া থেকে মেট্রোয় ওঠার পরে তিনি এসপ্লানেড মেট্রো স্টেশনে লাইন বদল করেন। সেখান থেকে তিনি কুঁদঘাট যাওয়ার মেট্রোয় ওঠেন। তাঁর ব্যাগে ওই সোনার নেকলেস রাখা ছিল। অভিযোগকারিণীর দাবি, সেটির ওজন প্রায় ৫০ গ্রাম। অভিযোগ, পার্ক স্ট্রিট স্টেশনে গিয়ে তিনি দেখতে পান, সোনার গয়না ভর্তি ব্যাগটি নেই। তাঁর ছেলে রাহুল রায় জানিয়েছেন, কুঁদঘাটে এক আত্মীয়ের বিয়ের জন্য ওই সোনার গয়না কেনাহয়েছিল। তাঁরা বিয়ে উপলক্ষে বীরভূম থেকে কলকাতায় এসেছেন। পথে এই চুরির ঘটনা ঘটে। তাঁর কথায়, ‘‘মায়ের সঙ্গে আরও কয়েক জন ছিলেন। এসপ্লানেড থেকেই মেট্রোয় অসম্ভব ভিড় হয়ে যায়। সেই ভিড়ের সুযোগেই কেউ বা কারা ব্যাগের ভিতর থেকে হারটি হাতিয়ে নেয়।’’ ব্যাগ পরীক্ষা করে হার না পেয়ে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পার্ক স্ট্রিট থানা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে