ফের আটক সোনা

দু’জনেই কলকাতা এসেছিলেন ব্যাঙ্কক থেকে। এক জন মঙ্গলবার রাতে তাই এয়ারওয়েজের উড়ানে। অন্য জন বুধবার ভুটান এয়ারওয়েজের উড়ানে। প্রথম জনের ব্যাগে ২৫১ গ্রাম সোনা এবং দ্বিতীয় জনের পকেট থেকে ২২৮ গ্রাম সোনা পান কলকাতা বিমানবন্দরের শুল্ক অফিসারেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০০:৩১
Share:

দু’জনেই কলকাতা এসেছিলেন ব্যাঙ্কক থেকে। এক জন মঙ্গলবার রাতে তাই এয়ারওয়েজের উড়ানে। অন্য জন বুধবার ভুটান এয়ারওয়েজের উড়ানে। প্রথম জনের ব্যাগে ২৫১ গ্রাম সোনা এবং দ্বিতীয় জনের পকেট থেকে ২২৮ গ্রাম সোনা পান কলকাতা বিমানবন্দরের শুল্ক অফিসারেরা। সব মিলিয়ে প্রায় ১৩ লক্ষ টাকার সোনা। নিয়ম অনুযায়ী, এক জন যাত্রীর থেকে ২০ লক্ষ বা তার বেশি মূল্যের চোরাই সোনা মিললে তাঁকে গ্রেফতার করা হয়। সোনা বাজেয়াপ্ত করে ওই দুই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement