গোষ্ঠী সংঘর্ষ, চাঞ্চল্য

বিলিয়ার্ড খেলা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মেটিয়াবুরুজ থানা এলাকার আক্রা রোড। দুই গোষ্ঠীর ছোঁড়া ইট ও বোতলের আঘাতে জখম হলেন চার জন। পুলিশ জানায়, ঘটনার রাতে আক্রা রোডের হালদার পাড়ায় বিলিয়ার্ড খেলার সময়ে মহম্মদ রুকমুদ্দিনের সঙ্গে বচসা বাধে স্থানীয় বাসিন্দা ইব্রা হোসেনের। রুকমুদ্দিন সম্পর্কে ১৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহমত আলম আনসারির নাতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৮
Share:

বিলিয়ার্ড খেলা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মেটিয়াবুরুজ থানা এলাকার আক্রা রোড। দুই গোষ্ঠীর ছোঁড়া ইট ও বোতলের আঘাতে জখম হলেন চার জন।

Advertisement

পুলিশ জানায়, ঘটনার রাতে আক্রা রোডের হালদার পাড়ায় বিলিয়ার্ড খেলার সময়ে মহম্মদ রুকমুদ্দিনের সঙ্গে বচসা বাধে স্থানীয় বাসিন্দা ইব্রা হোসেনের। রুকমুদ্দিন সম্পর্কে ১৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহমত আলম আনসারির নাতি। রুকমুদ্দিনকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রুকমুদ্দিনের বাবা মুন্না। পুলিশ আরও জানায়, পরে কাউন্সিলর রহমতও নিজে ঘটনাস্থলে এসে দুই পক্ষের মধ্যে আলোচনা করে মধ্যস্থতা করে দেন।

পুলিশ জানায়, সাময়িক ভাবে ঘটনা মিটলেও কিছুক্ষণ পরে মুন্না ফের তাঁর দলবল নিয়ে রাতেই হালদার পাড়ার বাসিন্দাদের উপরে চড়াও হয়। উভয় পক্ষের বচসা শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায়। চলে সোডার বোতল, ইট ছোড়াছুড়ি। খবর পেয়ে কলকাতা পুলিশের ডিসি (বন্দর) সুদীপ সরকারের নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। লাঠিচার্জ করে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

Advertisement

শুক্রবার রাতের ওই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশ বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ তোলেন। পুলিশ অবশ্য তা খারিজ করে দিয়ে জানায় ঘটনাস্থলে বোমাবাজি বা গুলি চালানোর কোনও প্রমাণ মেলেনি। তবে যথেচ্ছ হারে সোডার বোতল এলাকায় ছোড়ার শব্দ শুনে এলাকাবাসীদের এমন ধারনা বলে দাবি পুলিশের।

ঘটনায় রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। কোনও পক্ষই অভিযোগ দায়ের না করলেও পুলিশ নিজেই একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন