‘গোষ্ঠীদ্বন্দ্ব’, জখম যুবক

গরমের রাতে বাইরে বেরিয়েছিলেন এক যুবক। দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে চড়াও হলে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। এই ঘটনা ঘিরে রবিবার উত্তেজনা ছড়ায় ধাপার রাজারঘাটে। লালু মণ্ডল নামে ওই যুবক ন্যাশনাল মেডিক্যালে ভর্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০২:০৬
Share:

গরমের রাতে বাইরে বেরিয়েছিলেন এক যুবক। দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে চড়াও হলে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। এই ঘটনা ঘিরে রবিবার উত্তেজনা ছড়ায় ধাপার রাজারঘাটে। লালু মণ্ডল নামে ওই যুবক ন্যাশনাল মেডিক্যালে ভর্তি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা। তা অস্বীকার করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ১টা নাগাদ লালুকে পড়ে থাকতে দেখেন পাড়ারই এক বাসিন্দা। এলাকার দাবি, প্রতিপত্তি কায়েম করতে চেয়ে তৃণমূলের দু’টি দলের বিবাদেই এই ঘটনা। এলাকায় মদ বিক্রি-সহ নানা সমস্যা নিয়ে তাদের বচসা লেগেই থাকে। লালুর বাবার অভিযোগ, ‘‘ছেলের সঙ্গে ইদানীং পাড়ার বেশ কিছু ছেলের ঝগড়া চলছিল। আমার ছেলে এবং হামলাকারীরা সকলেই তৃণমূলের সমর্থক। স্থানীয় যুবক তারকের নেতৃত্বেই আক্রমণ করা হয়েছে।’’

এলাকার তৃণমূলের সভাপতি সুভাষ চক্রবর্তী বলেন, ‘‘ঘটনায় জড়িতরা নিজেদের তৃণমূল বলে দাবি করছে। এতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে মনে করি না। তবে মদ বিক্রির অভিযোগ রয়েছে।’’ স্থানীয় কাউন্সিলর স্বপন সমাদ্দারও বলেন, ‘‘এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দায়ী নয়। তবে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি হওয়া প্রয়োজন। এলাকায় মদ বিক্রির ব্যাপারে পুলিশ জানিয়েছে, বহু জায়গায় মদের ঠেক ভাঙা হয়েছে। খবর পেলেও ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনার সঙ্গে মদ বিক্রির যোগ ছিল কি না, তা তদন্তসাপেক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement